শাকিব-পূজার ‘গলুই’য়ের প্রশংসা সেন্সর বোর্ডে

প্রথমবার কোনো চলচ্চিত্রে জুটি বেঁধেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান এবং এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। ছবির নাম ‘গলুই’। ৪০ দিনের শুটিং ও ডাবিং শেষে সম্প্রতি সেটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। ‘গলুই’ টিমের জন্য সুখবর হলো, কোনো প্রকার আপত্তি বা কর্তন ছাড়াই ছাড়পত্র পেয়েছে তাদের ছবিটি।
মঙ্গলবার সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় ‘গলুই’। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন। তিনি বলেন, ‘ছবিটি তথ্যমন্ত্রণালয় দেখার পর সেন্সরে জমা পড়ে। এক দিনের মধ্যেই মঙ্গলবার সেটি সেন্সরে প্রদর্শনের পর মুক্তির অনুমতি দেওয়া হয়েছে। গল্পটি সুন্দর। ছবিটি দেখে আমাদের সবারই ভালো লেগেছে।’
‘গলুই’ নির্মিত হয়েছে সরকারি অনুদানে। এটি পরিচালনা করেছেন এস এ হক অলিক। প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। নৌকাবাইচ ও একটি পিরিওডিক্যাল গল্পকে কেন্দ্র করে বানানো হয়েছে ছবিটি। এখানে শাকিব খান এবং পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, আলী রাজ ও সূচরিতার মতো তারকারা।
এই ছবির ডাবিংয়ের কাজ করতে গেয়ে সম্প্রতি নায়ক শাকিব খানকে নিয়ে শুরু হয় বিতর্ক। অভিনেতা ছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানেই গিয়ে তার অংশের ডাবিং সম্পন্ন করেন পরিচালক এস এ হক অলিক। এ নিয়ে প্রবীণ পরিচালক ও চিত্রনাট্য দেলোয়ার জাহান ঝন্টু অভিযোগ করেন, শাকিব পরিচালককে বাধ্য করেছেন যুক্তরাষ্ট্রে গিয়ে ডাবিং করাতে।
শুধু অভিযোগেই শেষ নয়, তিনি শাকিবকে চড় মেরে দাঁত ফেলে দেবেন বলে উল্লেখ করেন। এছাড়া তাকে নিষিদ্ধের হুমকিও দেন। পরে অবশ্য ‘গলুই’য়ের পরিচালক ও প্রযোজক জানান, শাকিবের সঙ্গে কথা বলেই ডাবিংয়ের কাজ যুক্তরাষ্ট্রে করা হয়েছে। এতে তাদের কোনো আপত্তি নেই। দেলোয়ার জাহান ঝন্টুর অভিযোগ ঠিক নয় বলেও তারা জানান।
ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/এএইচ
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

কী হয়েছে প্রভার? কেন ক্ষমা চাইলেন তিনি?

একসময় পর্দা কাঁপাতেন, সেই মুনমুন এখন কী করেন?

আগাম ছয় সপ্তাহের জামিনে ইভা

মাহি কি তবে মা হতে পারবেন না?

পুত্রবধূর জন্মদিনে যে উপদেশ দিলেন ওমর সানী

হুমায়ূন আহমেদের নাটকের শিল্পীরা কে কোথায়? (পর্ব-১)

আমেরিকার গ্রিন কার্ড পেলেন শাকিব খান

আসামের বন্যার্তদের বড় আর্থিক অনুদান আমির খানের

প্রতারকের প্রেমে পড়ে মহা ভোগান্তিতে জ্যাকলিন
