তৈমূরের কাছে ডিজিএফআই পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২২, ১৭:০৫| আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ২১:০৬
অ- অ+

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের কাছে ডিজিএফআই পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে চিত্তরঞ্জন দাস ওরফে মো. সুমন মিয়া (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চিত্তরঞ্জন কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত রন্ধন চন্দ্র দাসের ছেলে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, চিত্তরঞ্জন দাস ওরফে মো. সুমন মিয়া তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তিনি প্রায় ১২ বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার এক ছেলে ও এক মেয়ে আছে। প্রায় আট বছর তিনি তার নিজ এলাকায় একটি সেলুনের দোকানে কাজ করেন। পরবর্তীতে ঢাকা গিয়ে সেখানে বিভিন্ন এলাকার গার্মেন্টস থেকে জুট কিনে বিক্রি করেন। পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতারণার কাজে লিপ্ত হন।

পুলিশ সুপার বলেন, গত ২২ নভেম্বর রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে ডিজিএফআই পরিচয়ে ফোনে চাঁদা দাবি করে চিত্তরঞ্জন দাস ওরফে মো. সুমন মিয়া। তিনি বিকাশের মাধ্যমে তৈমূর আলমের কাছে টাকা চান।

এ ঘটনায় নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করেন মেয়র প্রার্থী। পরবর্তীতে আমরা তদন্ত করে চিত্তরঞ্জনকে খুঁজে বের করি। তাকে প্রথমে আটক করে থানায় আনা হয়। গতকাল তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে।

পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ প্রস্তুত রয়েছে। সব প্রার্থী ভরসা রাখতে পারেন, পুলিশ তাদের সার্বিক সহযোগিতা করবে। কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।

(ঢাকাটাইমস/৪জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
আ. লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা