বরিশালে ধর্ষণ মামলায় কাউন্সিলর গ্রেপ্তার

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২২, ১৯:৪১| আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ২০:৫৭
অ- অ+

ধর্ষণ মামলায় বরিশাল সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বাকেরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, বিয়ের প্রলোভনে এক নারীকে একাধিকবার ধর্ষণ করে কালাম মোল্লা। সর্বশেষ বৃহস্পতিবার রাতে কাশিপুরের মগরপাড়া এলাকায় ৩০ বছর বয়সী ওই নারীকে ধর্ষণ করায় শুক্রবার বিকালে একটি মামলা করা হয়। মামলায় আজাদ হোসেন মোল্লা কালামকে আসামি করা হয়। মামলা হওয়ার পরেই আত্মগোপনে যায় কালাম মোল্লা।

ওই মামলায় কালামকে বাকেরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান উপ-পরিদর্শক সাইদুল হক সরদার।

এদিকে ওই নারীকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে নেওয়া হয়েছে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য।

কালাম মোল্লা বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি পদেও রয়েছেন।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা