গোল্ডেন মনিরের বিরুদ্ধে ২২ কোটি টাকা দুর্নীতির মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২২, ১৭:০৫
অ- অ+
ফাইল ছবি

প্রায় ২২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সংস্থাটির উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গোল্ডেন মনিরের নামে স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট ২১ কোটি ৮২ লাখ ৭৩ হাজার ৪৫৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য মিলেছে।

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, গত বছরের ২ মার্চ গোল্ডেন মনিরের দেওয়া সম্পদ বিবরণী অনুযায়ী, ২০০৯ সালের ১৮ জুনের পর অর্জিত জমি, প্লট, ফ্ল্যাট, বাড়ি কিনে তিনি দুই কোটি ৯৮ লাখ ৯৭ হাজার ৮৩০ টাকার স্থাবর সম্পদ অর্জন করেন।

অন্যদিকে বিভিন্ন ব্যাংকে স্থিতিসহ তার অস্থাবর সম্পদ ৪৪ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ৬৮৩ টাকার। স্থাবর-অস্থাবর মিলে তার মোট সম্পদ ৪৭ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার ৫১৩ টাকার।

দুদক অনুসন্ধানে গোল্ডেন মনিরের নামে দায়-দেনাসহ মোট ৩৩ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৭৪২ টাকা আয়ের উৎস পাওয়া গেছে। আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট ৫৫ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ২০১ টাকার সম্পদের প্রমাণও মিলেছে।

এছাড়া এছাড়া গোল্ডেন মনিরের নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বরাদ্দ দেওয়া ৩৪টি ও তার স্ত্রী রওশন আক্তারের নামে সাতটিসহ মোট ৪১টি প্লটেরও সন্ধান পাওয়া গেছে। তবে কমিশনের অনুমোদন দেওয়া এ মামলায় প্লটগুলোর মূল্য যুক্ত করা হয়নি।

দুদকের একটি সূত্র জানায়, প্লটগুলোর বাজারমূল্য নির্ধারণ করা হলে গোল্ডেন মনির ও তার স্ত্রীর সম্পদ ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। প্লটগুলোর মূল্য সম্পর্কিত তথ্য মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রাজউক থেকে তিনি কীভাবে ৪১টি প্লট বরাদ্দ পেলেন- তা অনুসন্ধান করে দেখবে দুর্নীতিবিরোধী সংস্থাটি। কারণ একজন ব্যক্তির নামে কোনোভাবেই একাধিক প্লট বরাদ্দ দেওয়ার বিধান নেই।

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, গোল্ডেন মনিরের সম্পদ বিবরণীতে প্লট-সম্পর্কিত প্রকৃত তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়া হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তিনি দুদক আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এর আগে রাজউক প্রধান কার্যালয় থেকে প্লটের ৭০টি ফাইল সরিয়ে সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে গোল্ডেন মনিরসহ নয়জনের বিরুদ্ধে গত ৪ জানুয়ারি পৃথক একটি মামলা করে দুদক। এবার তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এসআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা