নাচলেন না ব্রাভো!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ০০:২৫| আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০১:০৮
অ- অ+

নাচলেন না ব্রাভো। বারংবার অনুরোধের পরও না। বরং নাচের কথা শুনে যেন বিব্রত হলেন। মাস্কে ঢাকা ছিল মুখ। তারপরও যেন লজ্জা পাচ্ছিলেন খুব। মুখ নিচু করে মাথা নাড়ছিলেন ডানে-বায়ে। মাঠে আমুদে ডুয়াইন ব্রাভোর এ কী লাজুক ভাব!

ঘটনাটি মঙ্গলবার রাতের। ঢাকার হোটেল শেরাটনের একটি অনুষ্ঠানে। আসছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) অংশ নিচ্ছে বরিশাল ফরচুন। সেই দলের জার্সি উন্মোচনের অনুষ্ঠান। এই দলে খেলছেন ওয়েস্ট ইন্ডিজের বোলিং অলরাউন্ডার ডুয়াইন ব্রাভোও।

অতিথিরা জার্সি উন্মোচনের পর মঞ্চ ছেড়ে গেলে সতীর্থদের নিয়ে মঞ্চে উঠে আসেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। খেলোয়াড়, কোচ স্টাফ সবার পরনে তখন কমলা-কালো রঙের জার্সি। ব্রাভো ঠিক দাঁড়িয়ে ছিলেন মঞ্চের ডানে কোচ খালেদ মাহমুদ সুজনের পাশেই।

জার্সি গায়ের খেলোয়াড়রা একবার মুখ দেখান, একবার পিঠ দেখান। প্রদর্শনীর পর থিতু হয়ে দাঁড়ালে অনুষ্ঠানের সঞ্চালিকা শ্রাবণী তৌহিদা মাইকে ব্রাভোকে তার সেই বিখ্যাত নাচ পরিবেশনের অনুরোধ জানান। বারবার বলতে থাকেন, ‘ব্রাভো ক্যান ইউ ডান্স প্লিজ?’ ব্রাভো তখন মাথা নেড়ে অসম্মতি জানান।

উপস্থাপিকা ফের অনুরোধ করেন, ‘ক্যান ইউ, ব্রাভো, টু মিনিট অর টু সেকেন্ড?’ ব্রাভো তখনো মাথা নিচু করে আছেন। পাশে থেকে সুজনও তাকে অনুরোধ করেন। কিন্তু ব্রাভো কিছুতেই রাজি হচ্ছিলেন না।

এক পর্যায়ে উপস্থাপিকা ব্রাভোর জন্য মিউজিক প্লে করার জন্য বলেন। বাজানো হয় ফরচুন বরিশালের অফিসিয়াল থিম সং। এসময় মঞ্চের সব খেলোয়াড়রা তাকিয়ে ছিলেন ব্রাভোর দিকে। তারাও যেন চাইছিলেন ব্রাভো তার সেই বিখ্যাত নাচের নৈপুণ্য দেখান। অনুষ্ঠানস্থলের জায়ান্ট স্ক্রিনেও ওই মুহূর্তে কেবল ব্রাভোর লাজুক মুখ। মাথা নিচু করে বারবারই অসম্মতি জানাচ্ছেন ব্রাভো।

উপস্থিত দর্শকরাও অনুরোধ করছিলেন ব্রাভোকে। কিন্তু কোনো অনুরোধ-উপরোধ রাখলেন না ক্যারিবিয়ান এই ক্রিকেটার। যথারীতি মিউজিক শেষ হলে সবাই ধন্যবাদ জানিয়ে মঞ্চ ছাড়েন। তবে ব্রাভো অনুরোধ না রাখলেও উপস্থাপিকা ধন্যবাদ জানাতে ভোলেননি অতিথি হয়ে খেলতে আসা এই ক্রিকেটারকে।

(ঢাকাটাইমস/ ১৮জানুয়ারি/এমএম/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা