অবসরের সময় জানিয়ে দিলেন সানিয়া মির্জা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ১৬:৩৮| আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৬:৪১
অ- অ+

চলতি মৌসুমেই টেনিস কোর্টে নিজেকে শেষবার দেখা যাবে বলে জানিয়ে দিলেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের দ্বৈত ওপেনে নিজের ম্যাচ শেষ এমন কথা তিনি জানিয়েছেন বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম।

এককে নয় বরং দ্বৈত ইভেন্টে খেলতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন সময়ের আলোচিত টেনিস তারকা সানিয়া মির্জা। তারই ধারাবাহিকতায় বছরের প্রথম মেজর টেনিস টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের দ্বৈত প্রতিযোগিতায় অংশ নেন তিনি। আর মঙ্গলবারই ছিল নিজের উদ্বোধনী ম্যাচ। এই এই এবারের টুর্নামেন্টে সানিয়া শেষ ম্যাচ। কেননা হেরে বাদ পড়তে হয়েছে তাকে।

এবারের প্রতিযোগিতায় ইউক্রেনের নাদিয়া কিচেনকের সঙ্গে জুটি বেঁধেছিলেন এই ভারতীয় নারী টেনিস তারকা। নিজেদের ম্যাচে তারা স্লোভেনিয়ান তামারা জিদানেস্ক ও কাইয়া ইয়ুভানেস্কের কাছে হেরেছেন সরাসরি সেটে; ৪-৬, ৬-৭ গেমে।

এরপরই সংভাদ সম্মেলনে নিজের অবসরের কথা জানিয়ে দেন ৩৫ বছর বয়সী এই টেনিসার। নিজের অবসর সম্পর্কে তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, এটাই হতে যাচ্ছে আমার শেষ মৌসুম। আমি এবার প্রতি সপ্তাহ ধরে ধরে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি। পুরো মৌসুম খেলতে পারব কিনা নিশ্চিত নই আমি।’

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা