অবসরের সময় জানিয়ে দিলেন সানিয়া মির্জা

চলতি মৌসুমেই টেনিস কোর্টে নিজেকে শেষবার দেখা যাবে বলে জানিয়ে দিলেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের দ্বৈত ওপেনে নিজের ম্যাচ শেষ এমন কথা তিনি জানিয়েছেন বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম।
এককে নয় বরং দ্বৈত ইভেন্টে খেলতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন সময়ের আলোচিত টেনিস তারকা সানিয়া মির্জা। তারই ধারাবাহিকতায় বছরের প্রথম মেজর টেনিস টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের দ্বৈত প্রতিযোগিতায় অংশ নেন তিনি। আর মঙ্গলবারই ছিল নিজের উদ্বোধনী ম্যাচ। এই এই এবারের টুর্নামেন্টে সানিয়া শেষ ম্যাচ। কেননা হেরে বাদ পড়তে হয়েছে তাকে।
এবারের প্রতিযোগিতায় ইউক্রেনের নাদিয়া কিচেনকের সঙ্গে জুটি বেঁধেছিলেন এই ভারতীয় নারী টেনিস তারকা। নিজেদের ম্যাচে তারা স্লোভেনিয়ান তামারা জিদানেস্ক ও কাইয়া ইয়ুভানেস্কের কাছে হেরেছেন সরাসরি সেটে; ৪-৬, ৬-৭ গেমে।
এরপরই সংভাদ সম্মেলনে নিজের অবসরের কথা জানিয়ে দেন ৩৫ বছর বয়সী এই টেনিসার। নিজের অবসর সম্পর্কে তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, এটাই হতে যাচ্ছে আমার শেষ মৌসুম। আমি এবার প্রতি সপ্তাহ ধরে ধরে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি। পুরো মৌসুম খেলতে পারব কিনা নিশ্চিত নই আমি।’
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

দ্বিতীয় ইনিংসের শুরুতেও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

১৪১ লিড নিয়ে থামল শ্রীলঙ্কা, সাকিবের ৫ উইকেট

এবাদতের বলে জুটি ভাঙলো ম্যাথিউস-চান্দিমালের

ম্যাথিউসের পর চান্দিমালের সেঞ্চুরি, লিড বাড়ছে শ্রীলঙ্কার

চট্টগ্রামের পর মিরপুরে ম্যাথিউসের সেঞ্চুরি

ম্যাথিউস-চান্দিমালের ব্যাটে শ্রীলঙ্কার লিড

চতুর্থ দিনের খেলায় বাংলাদেশের লক্ষ্য উইকেট, শ্রীলঙ্কার দ্রুত রান

লিসবনে বঙ্গবন্ধু ক্রিকেট টি-১০ টুর্নামেন্টে লিসবন সিক্সার্স চ্যাম্পিয়ন

বৃষ্টিবিঘ্নিত দিনে বাংলাদেশের সফলতায় তিন উইকেট
