বোয়ালমারীতে জাটকা জব্দ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২২, ১৭:০২
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে ১১০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সাতৈর বাজার থেকে এসব মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ উপজেলার সাতটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন বৃহস্পতিবার সকালে উপজেলার সাতৈর বাজারে নিয়মতি বাজার তদারকির সময় নিষিদ্ধ জাটকা ইলিশ মাছ বিক্রি হতে দেখেন। এ সময় তিনি বাজারে বিক্রয় নিষিদ্ধ ১১০ কেজি জাটকা মাছ বিক্রেতাদের কাছে থেকে জব্দ করেন। পরে এসব মাছ ছোলনা সালামিয়া ফালিজ মাদ্রাসা ও এতিমখান, সোতাশী মার্কাজ মাদ্রাসা, মধ্যেরগাতি মাদ্রাসা ও এতিমখানাসহ সাতটি এতিমখানায় বিতরণ করেন।

এর আগেও বুধবার বোয়ালমারী পৌরবাজার থেকে বিপুল সংখ্যক জাটকা মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, জাটকা মাছ ধরা এবং বিক্রয় নিষিদ্ধ। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা