জায়েদের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ নিপুণের

চলচ্চিত্র শিল্পী সমিতির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। শুক্রবার ভোটের দিনেও উঠল তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। চিত্রনায়িকা নিপুণ অভিযোগ করেছেন, জায়েদ খান টাকা দিয়ে ভোট কিনছেন। তারা দুজনই এবার দুই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
এফডিসিতে ভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিপুণ বলেন, ‘ভোটকেন্দ্রেরবুথ থেকে কিছুটা দূরে একটি জায়গায় দাঁড়িয়ে থাকছেন জায়েদ খান। আগত ভোটাররা বুথে প্রবেশের আগেই তিনি কুশল বিনিময় করছেন। আসলে কুশল বিনিময়ের নামে ভোটারদের হাতের ভেতর টাকা গুজে দেওয়া হচ্ছে।’
অভিনেত্রী বলেন, ‘দুইবার আমি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছি। তারা শোনেননি। তাই আমি এখান থেকে জায়েদ খানের সামনে দাঁড়িয়ে থাকব। যেহেতু তিনি নিয়ম ভঙ্গ করে এখানে দাঁড়িয়ে আছেন, আমিও নিয়ম ভঙ্গ করে এখানে দাঁড়িয়ে থাকব।’ সাংবাদিকদের উদ্দেশে নিপুণ বলেন, আপনারাও ক্যামেরা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকুন।’
যদিও নিপুণের অভিযোগের পর তাৎক্ষনিক ওই স্থান ত্যাগ করেন জায়েদ খান, যেখানে তিনি দাঁড়িয়ে ছিলেন। যেতে যেতে সাংবাদিকদের বলেন, ‘এখানে আমরা সবাই ভোট চাচ্ছি। নির্বাচন কমিশন নিষেধ করায় আমরা ওদিকে চলে যাচ্ছি।’
ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এএইচ
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

আমেরিকায় ইংরেজি মঞ্চ নাটকে সেই রূপান্তরকামী নারী

বয়স হয়েছে মাহির, বডি ফিটনেসও নেই, তাই...

মীর ছাড়ছেন মির্চি! ২৭ বছর পর, নতুন করে শুরু হবে...

ডাক্তার এজাজ যখন প্রাইভেট ডিটেকটিভ

নির্মাতা ফারুকী লজ্জিত-অপমানিত, জানুন কারণ

ঈদে ইমন-কুসুমের অতিথি একঝাঁক তারকা

‘গলুই’য়ের সাফল্যের পর নতুন মিশনে শাকিব-পূজা

শেষ হলো মাসুদ রানার সেই সিনেমার শুটিং

জন্মদিনে জেনে নিন সৈয়দ আব্দুল হাদীর আদ্যোপান্ত
