ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন চেলসি

আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ইংলিশ ক্লাবটি। ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এটাই চেলসির প্রথম শিরোপা। ২০১২ সালে ফাইনালে আরেক ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল তাদের।
ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ইংলিশ ক্লাব চেলসি। এরপরও গোলের দেখা পাচ্ছিল না টমাস টুখেলের শিষ্যরা। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ব্যবধানেই।
দ্বিতীয়ার্ধের খেলায় গতি বাড়ায় চেলসি। সেই সুবাদের ম্যাচের ৫৪তম মিনিটে প্রথম গোলের দেখা পায় টুখেলের শিষ্যরা। এ সময় ক্যালাম হাডসন-ওডোইয়ের ক্রসে হেডে গোলটি করেন লুকাকু। তবে ইংলিশ দলটির লিড নেওয়ার স্বস্তি বেশিক্ষণ থাকেনি। ৬৪ মিনিটে সমতা ফেরান রাফায়েল ভেইগা। চেলসির ডি-বক্সে সিলভার হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি।
পরে নির্ধারিত ৯০ মিনিটে জয় তুলে নিতে পারেনি কোনো দলই। ফলে ম্যাচটি ১-১ ব্যবধানে অমীমাংসিত থাকলে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা শুরু হয়। অতিরিক্ত সময়ের ৯৯তম মিনিটে আরও এগিয়ে যেতে পারত চেলসি। গোল পোস্টের সামনে ক্রিস্টিয়ান পুলিসিকের প্রচেষ্টা প্রতিপক্ষের একজনের পায়ে লেগে পোষ্টে লাগে।
ম্যাচটি শেষ হওয়ার তিন মিনিট আগে চেলসিকে ফের এগিয়ে দেন হাভার্টজ। স্পট কিক থেকে গোলটি করেন এ জার্মান তারকা। ডি-বক্সে পালমেইরাসের ডিফেন্ডার লুয়ান গার্সিয়ার হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ম্যাচের যোগ করা সময়ে হার্ভাটজকে ফাউল করায় লাল কার্ড দেখে বহিষ্কার হন গার্সিয়া।
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এমএম)

মন্তব্য করুন