সাইবার হামলায় মুহূর্তেই অচল ইউক্রেনের হাজার হাজার এটিএম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৫

বৃহত্তম সাইবার হামলার কবলে ইউক্রেন। মুহুর্তেই অচল হয়েছে দেশটির হাজার হাজার এটিএম। এমনকি মূল সার্ভার থেকেও ব্যাংকের সংযোগ বিচ্ছিন্ন। সমগ্র ইন্টারনেট ব্যবস্থা থমকে আছে, বন্ধ সরকারি কার্যক্রম। সন্দেহ করা হচ্ছে রাশিয়াকে।

এই ধরণের সাইবার হামলাকে বলা হয় ‘ডিট্রিবিউটেড ডিনিয়াল অব সার্ভিস’ (ডিডিওএস)। পুর্বেও রাশিয়া কর্তৃক ইউক্রেনে সাইবার হামলা করা হয়েছিল বলে শোনা যাচ্ছে। এবারের সাইবার হামলা অনেক বড় আকারে করা হয়েছে। সাইবার হামলার কারণের দেশটির হাজার হাজার এটিএম অচল হয়ে গেছে।

ইউক্রেনে চলমান বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের আশঙ্কা করছেন অনেকেই। সেই আশঙ্কা থেকেই মূলত দেশটির সাধারণ জনগণ জীবনের নিরাপত্তা দিতে এবং সারাজীবনের কষ্টার্যিত সম্পদ, ব্যাংকে জামানো টাকা উত্তোলন করতে লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু আচমকাই পুরো ব্যাংক ব্যবস্থা অচল! ফোনে ইন্টারনেট সংযোগ পাচ্ছে কিন্তু তা দিয়ে কোনো কাজ করা যাচ্ছে না। এমনকি, স্তব্ধ দেশের প্রতিরক্ষা দফতরের সরকারি ওয়েবসাইটও। একাধিক ব্যাঙ্কে মূল সার্ভারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন। এ যাবৎকালের বৃহত্তম সাইবার হানার মুখে পড়ল ইউক্রেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে হ্যাকের পিছনে রয়েছে পুতিনের দেশ।

ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তাদের ওয়েবসাইটেও সাইবার হামলা করা হয়েছে। কোন ভাবেই তাদের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছেনা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দক্ষিণ ও পশ্চিম প্রদেশের সেনা বাহিনীর সংশ্লিষ্ট মহড়া শেষ হওয়ায় তারা নিজ নিজ ঘাঁটিতে ফিরে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে, সেখানে তাদের বাহিনী ইউক্রেন সীমান্ত ছাড়ার প্রস্তুতি নিচ্ছে এমন দৃশ্য দেখা গেছে।

সমগ্র বাহিনীর কত অংশ সরছে তার হিসেব দেয়নি পুতিন সরকার। এই ঘটনায় যুদ্ধের উত্তেজনা খানিকটা হলেও কমেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু ইউক্রেনে সাইবার হামলার পর যুদ্ধের আশঙ্কা তীব্র মনে করছেন বিশ্লেষকরা।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :