সিলেটে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, আহত ৫০

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২২, ২২:২২| আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ২২:২৫
অ- অ+

সিলেট নগরের ছড়ারপার ও মাছিমপুরে দু-পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (৬ এপ্রিল) ইফতারের ঘণ্টা খানেক পর সংঘর্ষের খবর জানা যায়। তবে এর কারণ এবং সংঘর্ষে জড়িত পক্ষগুলো সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।

খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গৌতম দেব, কোতোয়ালী থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সামসুদ্দীন সালেহ আহমদ চৌধুরী, ওসি তদন্ত শেখ মোহাম্মদ ইয়াসিনসহ একদল পুলিশ।

সংঘর্ষের সময় একদল লোক সাবেক মেয়র প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সংঘর্ষ চলাকালে গোলাগুলির শব্দও শোনা গেছে।

এ ঘটনায় রাত ৯টা পর্যন্ত অন্তত ৫০ আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আজবার আলী শেখ জানান, ছোট ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।

ঢাকাটাইমস/৬এপ্রিল/এআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমন করিম গ্রেপ্তার
এনআরবি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন কামরুল ইসলাম      
ন্যাশনাল ব্যাংকের ক্যাশ অফিসারদের প্রশিক্ষণ সম্পন্ন
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৪ বছর পূর্তি উদযাপন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা