মেহেন্দিগঞ্জে ট্রলারডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ৪

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২২, ১২:৫৬
অ- অ+
ফাইল ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চার জনে দাড়িয়েছে। রবিবার সকালে আরও এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

চার জনের লাশ উদ্ধারের পর এখন পর্যন্ত এক জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রবিবার সকাল ১০টার দিকে গজারিয়া নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করে কোস্টগার্ড। তার নাম মালা বেগম(৩০)। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

উল্লেখ্য, গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। এঘটনায় এখন পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন।

মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান,গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ৮ জন যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জ মাঝেরচর থেকে খাজুরিয়া যাচ্ছিল। গজারিয়া পৌঁছালে নদী উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ের কারণে উল্টে যায় ট্রলারটি। তখন দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার এক শিশু ও আজ এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনী জোটে থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজ দলের প্রতীকে
২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ
গোপালগঞ্জে ঢাকা রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত
কায়কোবাদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা