ফেনীতে নদীতে ঝাঁপ দিয়ে আসামি ধরল পুলিশ

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২২, ১৮:১৩

ফেনীর সোনাগাজীতে নদীতে ঝাঁপ দিয়ে আবদুল হাই নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হাই কৃষক বেলাল হোসেন হত্যা মামলার আসামি। শুক্রবার উপজেলার উত্তর চরদরবেশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুল হাই উত্তর চরদরবেশ গ্রামের নুর ইসলাম মিয়ার বাড়ির মোস্তফা মিয়ার ছেলে। তিনি ভূমি বিরোধের জের ধরে কৃষক বেলাল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি। ২০২১ সালের ১ জুন এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল আবদুল হাই। গোপন সংবাদে শুক্রবার তাকে গ্রেপ্তার করতে উপজেলার উত্তর চরদরবেশ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ দেখে আবদুল হাই ছোট ফেনী নদীতে ঝাঁপ দেয়। তাকে গ্রেপ্তার করতে পুলিশ সদস্যরাও নদীতে ঝাঁপ দেন। এক পর্যায়ে সাঁতরে তাকে ধরে ফেলেন পুলিশ সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন জানান, আসামি আবদুল হাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :