`নার্সদের পোশাক যেমন সাদা, তেমনি মনের দিক থেকেও সাদা’

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২২, ২২:৪২
অ- অ+

‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই- বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান এবং নার্সদের অধিকার সংরক্ষণ করুন’ এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম ইমপেরিয়াল কলেজ অব নার্সিং-এর উদ্যোগে ক্যাম্পাসে আন্তর্জাতিক নার্স দিবস ২০২২ উদযাপন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় নার্সিং কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের নার্সবৃন্দের অংশগ্রহণে একটি র‌্যালি ইমপেরিয়াল হাসপাতালের ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এরপর কলেজের নিজস্ব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন নেত্রী ও প্রাক্তন লায়ন জেলা গভর্নর কামরুন মালেক বলেন, চিকিৎসা ক্ষেত্রে রোগী সেবায় চিকিৎসকের চাইতেও নার্সের দায়িত্ব অনেক বেশি। সৃষ্টিকর্তার ইচ্ছাতেই নার্স ও চিকিৎসক-এর দায়িত্ব আপনারা পেয়েছেন। আমি তাই আপনাদেরকে সেবার মনবৃত্তি নিয়ে রোগীর পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ইমপেরিয়াল হাসপাতাল ও চট্টগ্রাম ইমপেরিয়াল নার্সিং কলেজ চট্টগ্রামে আমাদের গর্বের সম্পদ। আমরা আকাঙ্খা করি ও দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখান থেকে প্রশিক্ষিত নার্সরা দেশে বিদেশে তাদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।

তিনি আরো বলেন, বাংলাদেশে মানসম্মত নার্সের ঘাটতি পূরণে অধ্যাপক ডা. রবিউল হোসেন যেভাবে এগিয়ে এসেছেন, ঠিক সেভাবেই নার্সিং খাতে বিনিয়োগে উদ্যোক্তাদেরকে এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা রবিউল হোসেন বলেন, বাংলাদেশে মানসম্মত নার্স ও নার্সিং ইনস্টিটিউটের অভাব রয়েছে। অনেকের মত ব্যবসায়িক লাভজনক নার্সিং কলেজ আমাদেরটি নয়। আমরা বাংলাদেশ থেকে বিদেশের হাসপাতালে কাজ করতে পারার মত মানসম্মত নার্স তৈরির লক্ষে বাংলাদেশে একটি শ্রেষ্ঠ নার্সিং প্রতিষ্ঠান হিসেবে এই নার্সিং কলেজকে গড়ে তুলতে চাই। আমরা সেই লক্ষ্যেই এই কলেজের অবকাঠামো ও সর্বাধুনিক শিক্ষা গ্রহণে সুযোগ সুবিধা, নিজস্ব উন্নত হোস্টেলের ব্যবস্থা করেছি। আমরা অন্যান্য দেশের বিভিন্ন নার্সিং ইন্সটিটিউটের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতার ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নিয়েছি। আমরা গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য বিএসসি নার্সিং-এর প্রতি ব্যাচে তিনজনকে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছি। এর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ-এর ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছি। এতে শিক্ষার্থীরা তার শিক্ষা জীবন চলাকালীন ঋণ সুবিধা পাবেন ও পরবর্তীতে চাকরি জীবনে প্রবেশের পর প্রতি মাসিক কিস্তিতে ঋণ শোধ করতে পারবেন। তিনি এই শিক্ষা ঋণ এর জন্য একটি রিভল্ভিং-ফান্ড গঠন করতে বিভিন্ন ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানচ্ছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- ইমপেরিয়াল হাসপাতালের সিএম ও অধ্যাপক ডা তারেক আল নাসির, চট্টগ্রাম ইমপেরিয়াল কলেজ অব নার্সিং-এর উপাধ্যক্ষ ডলি আক্তার, নার্সিং ইনচার্জ জিন্স জর্জ।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য উপস্থাপন করেন হাসপাতালের একাডেমিক কোওর্ডিনেটর ডা. আরিফ উদ্দিন। বক্তারা বলেন, নার্স বা সেবিকা শব্দটি হাসপাতাল, চিকিৎসক ইত্যাদি শব্দের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নার্সরাই রোগীদের বড় আপনজন। সেবিকাদের পরণের পোশাকটি যেমন সাদা, তেমনি মনের দিক থেকেও তারা সাদা মনের অধিকারী।

(ঢাকাটাইমস/১২মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা