ইউনিয়ন পরিষদকে আরও কার্যকর করতে হবে: এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২২, ১৪:২৫| আপডেট : ১৬ মে ২০২২, ১৪:৪৭
অ- অ+

জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদগুলোকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছন পানিসম্পদ উপমন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

সোমবার শরীয়তপুর জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন শামীম সভায় ভার্চুয়ালি যুক্ত হন উপমন্ত্রী।

দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে এনামুল হক শামীম বলেন, ‘২৫ জুন পদ্মা সেতু খুলে দেয়ার পর বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে।’

এসময় মেঘনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং মাস্টারপ্লান প্রণয়নে ছয়টি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন শামীম।

পানিসম্পদ উপমন্ত্রী জেলার উন্নয়নে সংশ্লিষ্ট বিভাগের জবাবদিহিতা থাকবে বলে উল্লেখ করেন। তিনি জানান, জনসাধারণের উন্নয়নে বয়স্কভাতা, বিধবাভাতাসহ সব সেবার মান আরও বাড়াতে কাজ করছে সরকার।

শরীয়তপুরের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগসহ অবকাঠামোগত সব উন্নয়ন করতে সরকার বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে এখন আর শরীয়তপুরে নদীভাঙন নেই বলেও উল্লেখ করেন পানিসম্পদ উপমন্ত্রী।

জেলার জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/১৬মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা