বগুড়ায় ট্রাকচাপায় হেলপার নিহত

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২২, ১০:৫৫
অ- অ+

বগুড়া শেরপুরে ট্রা‌কচাপায় আলমগীর হোসেন (৩০) না‌মে ট্রাকের হেলপার নিহত হ‌য়ে‌ছেন। বুধবার সকাল ৭টাযর দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আলমগীর হোসেন দিনাজপুর জেলার পার্বতীপুর থানার চন্ডিপুর নয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রড বোঝাই ট্রাক দিনাজপুরে দিকে যাচ্ছিল। শেরপুর উপজেলার মহিপুর এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা নষ্ট হয়ে যায়। সেই চাকা রিপেয়ারিং করার জন্য রাস্তার পাশে গাড়ি দাঁড় করে রেখে রিপেয়ারিং এর কাজ করছিল হেলপার। সকাল ৭টার দিকে বগুড়াগামী আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছনে ধাক্কা দেয়। এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই হেলপার আলমগীর নিহত হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বাণী উল আলম জানান, ট্রাক চালক সুমন হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৮মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা