গফরগাঁওয়ে ১০ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২২, ১৯:৩৪
অ- অ+

ময়মনসিংহ গফরগাঁও উপজেলায় গত মে নবম শ্রেণির একছাত্রী অপহৃত হয়। অপহরণের ১০ দিন পর ওই ছাত্রীকে উদ্ধার করেছে গফরগাঁও থানা পুলিশ। এ সময় অপহরণের অভিযোগ সজীব (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ জানান, নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার সজিবকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সজীব উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দাইন গ্রামের আজিজুল হকের ছেলে।

পুলিশ ভাষ্য, গত ৯ মে রসুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সোমাইয়া আক্তারকে (১৪) উপজেলার রসুলপুর ইউনিয়নের বরবরা এলাকা থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সজীব। স্কুল ছুটির দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও সোমাইয়া বাড়ি ফিরে না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে জানতে পারে সজীব তাকে অপহরণ করেছে। পরে বাদী ৯মে রাতেই ওই স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে গফরগাঁও থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। ১০ দিন পর বুধবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের সাইন্দাইন গ্রাম থেকে অপহৃত সোমাইয়াকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারী সজীবকেও গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/১৯মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা