মির্জাপুর দলিল লেখক সমিতির সভাপতি জহিরুল, সম্পাদক নুরুল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২২, ২২:০৩
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা দলিল লেখক ও ভেন্ডার সমন্বয় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দলিল লেখক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে সমিতির ১২০ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

১৩টি পদের মধ্যে ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। যুগ্ম সম্পাদক পদে অধীর কুমার সরকার ও কোষাধ্যক্ষ পদে মীর তোফাজ্জল হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জহিরুল হক।

সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মো. নুরুল ইসলাম ৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ৬৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইকবাল হোসেন।

নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন, সহভাপতি মো. জীবন রহমান, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক রাশেদুল করিম লিটন, ধর্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন।

এছাড়া নির্বাচিত সম্মানিত চারজন সদস্য হলেন মো. মোতাহার মল্লিক, মো. রমজান আলী, দিলীপ কুমার বাকালী ও লাভলুর রহমান।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. শামসুর রহমান। এছাড়া তিনজন কমিশনার হলেন, মো. মজিবর রহমান, আবেদ আলী ও ফিরোজ আলম মোক্তার।

প্রধান নির্বাচন কমিশনার মো. শামসুর রহমান জানান, শতভাগ ভোটারের উপস্থিতিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

(ঢাকাটাইমস/২১মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা