১৪১ লিড নিয়ে থামল শ্রীলঙ্কা, সাকিবের ৫ উইকেট

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২২, ১৬:১৬| আপডেট : ২৬ মে ২০২২, ১৬:২৮
অ- অ+

মিরপুরে দ্বিতীয় টেস্টের ১ম ইনিংসে ১৪১ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কার। ইতোমধ্যে, ২য় ইনিংসের খেলা শুরু হয়েছে।

চতুর্থ দিনে ১৬৫ ওভারে ১০ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৫০৬ রান। অপরাজিত ব্যাটসম্যান হিসেবে ছিলেন অ্যাঞ্জেলা ম্যাথিউস। তার সংগ্রহ ১৪৪ রান। এর আগে এবাদতের বলে ১২৪ রান করে ক্যাচ আউট হন দিনেশ চান্দিমাল। এই দুজনের জুটি শ্রীলঙ্কাকে ভালো লিড নিতে সাহায্য করেছে।

অন্যদিকে, বোলিংয়ে আবারও নিজের জাত চিনিয়েছেন সাকিব আল হাসান। ৪০ ওভার বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন। সাদা পোশাকের ক্রিকেটে এই নিয়ে ১৯তম বারের মতো ৫ উইকেটে শিকার করলেন সাকিব। দেশের মাটিতে নিলেন ১৫তম বারের মতো, বাকি পাঁচবার নিয়েছেন বিদেশের মাটিতে।

আর এবাদত হোসাইন নিয়েছেন ৪ উইকেট।

শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৪৭ রান।

চতুর্থ দিনের খেলার আরও ২৭ ওভার বাকি আছে।

(ঢাকাটাইমস/২৬মে/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা