টেক্সাসে গুলিতে নিহত স্ত্রীর শোকে স্বামীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২২, ১৪:০০
অ- অ+

যুক্তরাষ্ট্রের টেক্সাসের রব এলিমেন্টারি স্কুলে ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষকসহ মোট ২১ জন প্রাণ হারিয়েছেন। বন্দুকধারীদের গুলিতে এক শিক্ষিকার মৃত্যুর দুইদিনের মাথায় শোকে মারা গেছেন তার স্বামী।

শুক্রবার (২৭মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসি জানায়, গুলিতে নিহত ওই শিক্ষিকার নাম ইরমা গার্সিয়া। গত ২৩ বছর ধরে ওই স্কুলে শিক্ষকতা করতেন তিনি। তার মৃত্যুর দুইদিনের মাথায় হার্ট অ্যাটাকে মারা যান তার স্বামী জো গার্সিয়া।

এক টুইট বার্তায় ইরাম গার্সিয়ার এক ভাগ্নে জন মার্টিনেজ বলেন, জো গার্সিয়া তার স্ত্রীর মৃত্যুতে ‘শোকের কারণে মারা গেছেন’।

স্কুলে বন্দুক হামলার পর জন মার্টিনেজ মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে বলেছিলেন, ইরাম গার্সিয়া তার ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত বাচ্চাদের কোলে জড়িয়ে রেখেছিলেন’ এবং এই অবস্থায়ই তাকে মৃত উদ্ধার করেন কর্মকর্তারা।

তিনি আরও বলেন, ‘তিনি (ইরাম) তার শ্রেণীকক্ষে বাচ্চাদের রক্ষা করার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তিনি একজন নায়ক ছিলেন।’

ইরাম গার্সিয়া ছাড়াও আরেকজন শিক্ষকের নাম ইভা মিরেলেস। গত পাঁচ বছর ধরে তারা একসঙ্গে শিক্ষকতা করছিলেন।

(ঢাকাটাইমস/২৭মে/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেজগাঁও থেকে ছিনিয়ে নেওয়া সৌদি রিয়াল উদ্ধার, ছয়জন আটক
দ্বিতীয় পর্বের সপ্তম দিনের বৈঠক চলছে, এজেন্ডা নির্বাচনী এলাকা, তত্ত্বাবধায়ক সরকার
আদানির বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ সরকার
২ জুলাই: দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা চাকরি প্রত্যাশীদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা