গরু-ভেড়া ঢেকুর দিলে কর দিতে হবে নিউজিল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জুন ২০২২, ১৭:৫৩ | প্রকাশিত : ০৯ জুন ২০২২, ১৭:৩৭
প্রতিকী ছবি

গরু ও ভেড়া ঢেকুর দিলে তার জন্য মালিককে দিতে হবে কর। সম্প্রতি নিউজিল্যান্ডে এমন নিয়ম চালু করার পরিকল্পনা করা হচ্ছে। বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে পরিবেশের জন্য ক্ষতিকর মিথেন গ্যাসের প্রভাব কমাতে এমন উদ্যোগের পরিকল্পনা নিয়েছে নিউজিল্যান্ড।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৫০ লাখ মানুষের দেশ নিউজিল্যান্ডে গরুর সংখ্যা ১ কোটি এবং ভেড়ার সংখ্যা ২ কোটি ৬০ লাখ। দেশটি থেকে নির্গত মোট গ্রিন হাউস গ্যাসের প্রায় অর্ধেকই (মিথেন) আসে কৃষি ও গবাদি পশু থেকে। তাই গ্রিন হাউসের এই বৃহৎ উৎস মোকাবেলা করতেই এমন উদ্ভট পরিকল্পনার কথা জানিয়েছে দেশটি।

কার্বন ডাই অক্সাইড এর পরে মিথেন হল দ্বিতীয় সর্বাধিক সাধারণ গ্রিনহাউস গ্যাস।

বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে নিউজিল্যান্ডের কৃষকদের গবাদি পশুর ঢেকুরের জন্য কর দিতে হবে।

যদিও এর আগে কৃষির গ্যাস নিঃসরণ দেশটির ইমিশন ট্রেডিং স্কিমের অন্তর্ভুক্ত ছিল না। ফিড অ্যাডিটিভ ব্যবহারের মাধ্যমে যেসব কৃষক গ্যাস নিঃসরণ কমাবেন তাদের জন্যও থাকবে প্রণোদনা। যেমন খামারে গাছ লাগানোর মাধ্যমে এটা করা যেতে পারে।

নিউজিল্যান্ডের জলবায়ু পরিবর্তন মন্ত্রী জেমস শ বলেছেন, আমাদের বায়ুমণ্ডলে যে পরিমাণ মিথেন ফেলছি তা কমাতে হবে। এর জন্য কৃষি নিঃসরণের ওপর কর আরোপ করার কোনো বিকল্প নেই।

এ প্রস্তাবের অধীনে গ্যাস নিঃসরণের জন্য ২০২৫ সাল থেকে কৃষকদের অর্থ পরিশোধ করতে হবে।

জাতীয় ফেডারেটেড ফার্মার্স অব নিউজিল্যান্ডের সভাপতি ও দুগ্ধ খামারি অ্যান্ড্রু হগার্ড বিবিসিকে জানিয়েছেন, তিনি এই প্রস্তাবকে আন্তরিকভাবে অনুমোদন দিয়েছেন।

তিনি বলেন, নিউজিল্যান্ডে কৃষিকাজ বন্ধ না করে এর বিকল্প একটি উপায় বের করার জন্য আমরা দীর্ঘদিন ধরে সরকার এবং অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করে আসছি। তাই এ প্রস্তাবে আমরা সন্তুষ্ট হয়েছি।

দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্প থেকে উত্থাপিত অর্থ কৃষকদের স্বার্থে গবেষণা, উন্নয়ন এবং উপদেষ্টা পরিষেবাগুলিতে বিনিয়োগ করা হবে।

(ঢাকাটাইমস/০৯জুন/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :