বন্যায় এক মাসে ৪২ মৃত্যু, ২১ জনই সিলেটের

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২২, ২০:১৮
অ- অ+
ছবি: সংগৃহীত

সিলেট, সুনমগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় চলমান বন্যায় গেল এক মাসে পানিতে ডুবে, রোগাকান্ত হয়ে ও বিভিন্ন দুর্ঘটনায় ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে ২১ জনই সিলেটের।

বুধবার বিকালে সারা দেশের বন্যা পরিস্থিতি বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মৃত্যুর এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৭ মে থেকে ২১ জুন পর্যন্ত এই ৩৬ দিনে বন্যায় ৪২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বন্যায় নয়টি জেলাতে ৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগেই মারা গেছে ৩৯ জন। যার মধ্যে ২১ জনই সিলেট বিভাগের আর ১৮ জন ময়মনসিংহ বিভাগের। এছাড়া বন্যায় রংপুর বিভাগে মারা গেছেন তিনজন।

বন্যায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে সিলেট জেলায়। এখন পর্য‌্যন্ত জেলাটিতে বন্যায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় সুনামগঞ্জে, ময়মনসিংহ, নেত্রকোণা ও জামালপুরে এই চার জেলায় ৫ জন করে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৌলভীবাজার ও শেরপুর দুই জেলাতে ৩ জন করে ৬ মৃত্যু হয়েছে। বন্যায় রংপুর বিভাগের কুড়িগ্রামে ২ জন এবং লালমনিরহাটে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদন থেকে পাওয়া তথ্য বলছে, বন্যায় এখন পর‌্যন্ত ৩ হাজার ৪০৩ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। আর এই সময়ে সারা দেশে দুই হাজার ৫১৬ জনের ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আর বন্যাকবলিত এলাকায় বজ্রপাতে বন্যায় ১২ জন মারা গেছেন।

(ঢাকাটাইমস/২২জুন/এসআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা