পাকিস্তানের পাঞ্জাবে ধর্ষণ নিয়ন্ত্রণে ‘জরুরি অবস্থা’ ঘোষণার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২২, ১২:১৭
অ- অ+

সম্প্রতি ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে ‘জরুরি অবস্থা’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রশাসন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় জিও নিউজ।

পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী আত্তা তারার বলেন, এ ধরনের ঘটনা বেড়ে যাওয়া সমাজ ও সরকারের জন্য একটি গুরুতর ইস্যু।

তিনি আরও বলেন, রাজ্যে প্রতিদিন চার থেকে পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে সরকার যৌন হয়রানি, নির্যাতন ও নিগ্রহের ঘটনা মোকাবিলায় বিশেষ ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়েছে।

‘‘পাঞ্জাবে ধর্ষণের ঘটনা মোকাবিলায় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে।’’

অন্যদিকে পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ থেকে কীভাবে রক্ষা পেতে হবে, তা শিক্ষা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

২০২১ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য সূচক অনুযায়ী, বিশ্বের ১৫৬টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম।

(ঢাকাটাইমস/২৩জুন/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বন্দরের কার্যক্রম পরিদর্শনে নৌপ্রধান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির নির্দেশনা
ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেশে আসছে নতুন সুপারম্যান, সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা