বাংলাদেশি হিসেবে আমি গর্বিত: অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২২, ১৮:০৮
অ- অ+

নানা ষড়যন্ত্র ও বাধা বিপত্তি অতিক্রম করে নির্মিত হলো স্বপ্নের পদ্মা সেতু। শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে সেটি চালুও হলো। সারাদেশে আনন্দের বন্যা। বিরাট এই অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গর্বিত দেশের প্রতিটি মানুষ। গর্বিত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসও।

ঢাকাটাইমসের সঙ্গে আলাপে অভিনেত্রী বলেন, ‘নানা বাধাবিঘ্ন পেরিয়ে অবশেষে চালু হলো আমাদের স্বপ্নের পদ্মা সেতু। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। বাংলাদেশি হিসেবে আমি গর্বিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যে কতটা এগিয়ে নিয়ে গেছেন, এটা তারই প্রমাণ।’

অপু বলেন, ‘দেশের ২১টি জেলার মানুষ এই সেতু দিয়ে পদ্মা পার হলেও আমি মনে করছি পুরো দেশের মানুষ এই সেতুর সুফল ভোগ করতে পারবেন। দেশের উন্নয়নে নতুন একটি দ্বার উন্মোচিত হলো।’

নায়িকা আরও বলেন, ‘দক্ষিণাঞ্চলের মানুষ জীবিকার তাগিদে ঢাকামুখী ছিল। পর্যটনখাতও বেশ পিছিয়ে ছিল। পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের কৃষি, পর্যটন ও শিল্প বিকাশের অবারিত সম্ভাবনার দ্বার খুলে গেল। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় সুফল মিলবে সামগ্রিক অর্থনীতি ও মানুষের জীবনযাত্রায়।’

(ঢাকাটাইমস/২৫ জুন/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা