দক্ষিণ আফ্রিকায় নাইটক্লাবে ২২ শিক্ষার্থীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জুন ২০২২, ১৫:৫৮ | প্রকাশিত : ২৭ জুন ২০২২, ১৫:৫৫

দক্ষিণ আফ্রিকার পূর্ব লন্ডন শহরের একটি নাইটক্লাব থেকে অন্তত ২২ জন শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আরটি এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় গতকাল রবিবার নাইটক্লাবটি থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। তবে এতগুলো মানুষের প্রাণহানির কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। এমনকি কারোর শরীরে আঘাতের কোন চিহ্নও পাওয়া যায়নি।

রবিবার ভোরে নিরাপত্তা বাহিনীকে কল দিয়ে প্রাণহানির কথা জানানো হয়। নিরাপত্তা বাহিনীর মতে, তারা মৃতদেহগুলো টেবিল, চেয়ার এবং মেঝেতে শোয়ানো অবস্থায় পায়।

মৃতদেহগুলোর মধ্যে আঘাতের কোন চিহ্ন না পাওয়া গেলেও বিষাক্ত কোন কিছু পানের কারণে এত প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ব ক্যাপ বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তারা শিগগিরই মৃত্যুর কারণ শনাক্তে প্রত্যেকের ময়নাতদন্ত করা হবে।

২২ শিক্ষার্থীর প্রত্যেকের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। সম্প্রতি তাদের স্কুলের পরীক্ষা শেষ হয়েছিল। এটি উদযাপন করতে তারা নাইটক্লাবে জড়ো হয়। কিন্তু সকালে তাদের মৃতদেহ পাওয়া যায়।

একসঙ্গে এত শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দেশটির প্রেসিডেন্ট গভীর শোক প্রকাশ জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২৭জুন/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :