পেটের ভেতরে ইয়াবা, আটক ২

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুন ২০২২, ১২:৩২ | প্রকাশিত : ২৮ জুন ২০২২, ১২:০৯

রাজধানীর ধলপুর এলাকা থেকে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে এক হাজার ৮০০ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও দুই হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। তারা পেটের ভেতরে করে ইয়াবা পাচার করছিলেন।

আটককৃতরা হলেন- মো. আবদুল মালেক ও সুমি আক্তার।

মঙ্গলবার সকালে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর ধলপুর এলাকায় অভিযান চালিয়ে পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় মো. আবদুল মালেক এবং সুমি আক্তার নামের দুই মাদক কারবারিকে আটক করে। তাদের কাছ থেকে নয় লাখ টাকা মূল্যের এক হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন ও দুই হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, আবদুল মালেক এবং সুমি আক্তার পেশাদার মাদক চোরাকারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কায়দায় বিভিন্ন এলাকায় পাচার করতো। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮ জুন/এএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :