পদ্মা সেতুর উত্তর থানার অদূরে গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২২, ১৫:৩৪
অ- অ+

মুন্সীগঞ্জের পদ্মা সেতুর উত্তর থানার অদূরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক পথচারী বৃদ্ধা (৫০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পদ্মা সেতু উত্তর থানাধীন এক্সপ্রেসওয়ের মেদিনীমণ্ডল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।

হাসাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মো. জহিরুল জানান, দুপুর ১টার দিকে গাড়ির ধাক্কায় পথচারী ওই নারীর মৃত্যুর সংবাদ পাই। ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন গাড়ি দ্রুত গতিতে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা আসছে, যদি পরিচয় শনাক্ত করা যায় তবে নিহতের স্বজনদের খবর দেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার পরপরই পালিয়ে যাওয়া ঘাতক গাড়ি বা চালককে আটক করা যায়নি।

(ঢাকাটাইমস/৩০জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা