টেক্সাসে ৫৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

ট্রাকের ভেতরে এসি নষ্ট, জানতেন না ট্রাক চালক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২২, ১৫:৪৯
অ- অ+

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে ট্রাকের ভেতর থেকে অক্সিজেনের অভাবে ৫৩জন অভিবাসন প্রত্যাশী মারা যায়। অক্সিজেন সরবরাহ ব্যবস্থা বিকল হয়ে যাওয়া সম্পর্কে ট্রাক চালক জানতেন না বলে দাবি করেছেন এক অভিযুক্ত।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, হোমার জামোরানো নামে ৪৫ বছর বয়স্ক একজনকে ট্রাকের কাছাকাছি একটি ঝোপ থেকে উদ্ধার করা হয়। শুরুতে সে নিজেকে ট্রাকে ক্ষতিগ্রস্ত যাত্রী হিসেবে উপস্থাপনের চেষ্টা করে। কিন্তু পরে নিরাপত্তারক্ষীরা টেক্সাসের একটি চেকপোস্টের সিসিটিভি ক্যামেরায় জামোরানোকে ট্রাকে চালকের পাশের আসনে বসা অবস্থায় দেখতে পায়।

এ ছাড়া, জামোরানো এবং আরেক অভিযুক্ত ২৮ বছর বয়সী খ্রিস্টান মার্টিনেজের মধ্যে ট্রাক থেকে মৃতদেহগুলো উদ্ধারের আগে ও পরে বার্তা আদান-প্রদান হয়েছে বলে দাবি করে নিরাপত্তা কর্মীরা।

তারপরই তাকে অভিযুক্ত হিসেবে আটক করা হয়।

আটকের পর জামোরানো জানান, ট্রাকের ভেতরে বাতাস চলাচল বন্ধের বিষয়ে জানতেন না ট্রাক চালক।

আটক দুই জনের বিরুদ্ধে মানব পাচার এবং ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি সবচেয়ে বড় অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর ঘটনা।

ট্রাক থেকে ৫৩ জনের মৃতদেহের পাশাপাশি কয়েকজন শিশুকেও উদ্ধার করা হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিবাসন প্রত্যাশীরা মেক্সিকো, হণ্ডুরাস, এল সালবেদর এবং গুয়াতেমালার নাগরিক। এদের মধ্যে ২৭ জন মেক্সিকার, ১৪ জন হণ্ডুরাস, ৭ জন গুয়াতেমালা এবং ২ জন সালভাদরের নাগরিক।

মেক্সিকোর কর্তৃপক্ষ জানায়, ট্রাকের ভেতরে ৬৭ জন অভিবাসী প্রত্যাশী ছিল। তবে সান অ্যানটোনিও এর প্রসিকিউটরের দাবি, ট্রাকে ৬৪ জন অভিবাসী যাত্রী।

গত মে মাসে, মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে রেকর্ড ২ লাখ ৩৯ হাজার অভিবাসীকে কারাদণ্ড দেওয়া হয়।

(ঢাকাটাইমস/০২জুলাই/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা