কালীগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২২, ২১:২৯
অ- অ+

গাজীপুরের কালীগঞ্জে ৩শ গ্রাম হেরোইনসহ শামীম আহম্মেদ সামিউল (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার পর শনিবার দুপুরে গাজীপুর আদলতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাতে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান।

গ্রেপ্তার শামীম উপজেলার পানজোড়া বনিকপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

ওসি জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদেরভিত্তিতে পানজোড়া গ্রামে অভিযান পরিচালনা করেন উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মধুসূধন পান্ডে। অভিযানে মাদক কারবারি শামীমকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ৩শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। পরে তার বিরুদ্ধে উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মধুসূধন পান্ডে বাদী হয়ে মামলা করেন।

(ঢাকাটাইমস/০২জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা