আজও অভিনেত্রী হওয়ার পেছনে ছুটছি: নূতন

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২২, ১৩:১০
অ- অ+

বাংলা চলচ্চিত্রের একজন খ্যাতিমান অভিনেত্রী নূতন। মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম এবং কালজয়ী চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর নায়িকা তিনি। নায়িকা, ভাবী, মা- সব চরিত্রেই তিনি সুনাম কুড়িয়েছেন। উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা।

দেশজুড়ে এত খ্যাতি, এত জনপ্রিয়তা থাকার পরও এখনো নাকি তিনি অভিনেত্রী হওয়ার পেছনে ছুটে চলেছেন। রবিবার দুপুরে নিজের ছবিসহ ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ কথা একসময়ের সুপারহিট নায়িকা নূতনই জানিয়েছেন। চলুন তবে দেখে আসি তিনি কী লিখেছেন পোস্টে-

‘একটা সময় যখন ভাবলাম, চেহারা দিয়ে আর বেশি দিন টিকে থাকতে পারবো না। শাবানা, ববিতা, কবরী, রোজিনা, অঞ্জনা, সুচরিতা, সুচন্দা, অঞ্জু, চম্পা, অরুনা, সব সুপারস্টার আবার ভালো অভিনেত্রী, একের পর ভালো ছবি হচ্ছে। ঠিক তখনই নিজেকে বদলাতে শুরু করলাম।’

‘সারাদিন শুটিং করে এসে স্ক্রিপ্ট নিয়ে রাতে বাসায় সবাই ঘুমালে আয়নার সামনে দাড়িয়ে প্রাকটিস করতাম। আবার গুণী অভিনেত্রীদের অভিনয় দেখতাম, রাতের পরে রাত না ঘুমায়ে শুধু প্রাকটিস আর স্ক্রিপ্ট মুখস্থ করতাম। অনেক ছবির সম্পূর্ণ স্ক্রিপ্ট আমার মুখস্থ ছিল। যেহেতু থিয়েটার করিনি, তাই এভাবেই নিজেকে প্রস্তুত করেছি।’

‘আবার নিজেকে প্রমাণ করার জন্য যেকোনো ধরনের ছবি যেকোনো সিন করেছি। একটা সময় লোভ জন্মালো, ভালো অভিনেত্রী হতেই হবে। এইসব সুপারস্টার স্টার হয়ে লাভ নেই। সেই থেকে আজ অবধি অভিনেত্রী হওয়ার পেছনে ছুটছি।’

(ঢাকাটাইমস/০৩ জুলাই/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ একজন
খুশি কম্পোজি-কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা