আজও অভিনেত্রী হওয়ার পেছনে ছুটছি: নূতন

বাংলা চলচ্চিত্রের একজন খ্যাতিমান অভিনেত্রী নূতন। মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম এবং কালজয়ী চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর নায়িকা তিনি। নায়িকা, ভাবী, মা- সব চরিত্রেই তিনি সুনাম কুড়িয়েছেন। উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা।
দেশজুড়ে এত খ্যাতি, এত জনপ্রিয়তা থাকার পরও এখনো নাকি তিনি অভিনেত্রী হওয়ার পেছনে ছুটে চলেছেন। রবিবার দুপুরে নিজের ছবিসহ ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ কথা একসময়ের সুপারহিট নায়িকা নূতনই জানিয়েছেন। চলুন তবে দেখে আসি তিনি কী লিখেছেন পোস্টে-
‘একটা সময় যখন ভাবলাম, চেহারা দিয়ে আর বেশি দিন টিকে থাকতে পারবো না। শাবানা, ববিতা, কবরী, রোজিনা, অঞ্জনা, সুচরিতা, সুচন্দা, অঞ্জু, চম্পা, অরুনা, সব সুপারস্টার আবার ভালো অভিনেত্রী, একের পর ভালো ছবি হচ্ছে। ঠিক তখনই নিজেকে বদলাতে শুরু করলাম।’
‘সারাদিন শুটিং করে এসে স্ক্রিপ্ট নিয়ে রাতে বাসায় সবাই ঘুমালে আয়নার সামনে দাড়িয়ে প্রাকটিস করতাম। আবার গুণী অভিনেত্রীদের অভিনয় দেখতাম, রাতের পরে রাত না ঘুমায়ে শুধু প্রাকটিস আর স্ক্রিপ্ট মুখস্থ করতাম। অনেক ছবির সম্পূর্ণ স্ক্রিপ্ট আমার মুখস্থ ছিল। যেহেতু থিয়েটার করিনি, তাই এভাবেই নিজেকে প্রস্তুত করেছি।’
‘আবার নিজেকে প্রমাণ করার জন্য যেকোনো ধরনের ছবি যেকোনো সিন করেছি। একটা সময় লোভ জন্মালো, ভালো অভিনেত্রী হতেই হবে। এইসব সুপারস্টার স্টার হয়ে লাভ নেই। সেই থেকে আজ অবধি অভিনেত্রী হওয়ার পেছনে ছুটছি।’
(ঢাকাটাইমস/০৩ জুলাই/এএইচ)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

রবীন্দ্রনাথকে নিয়ে বিতর্কিত পোস্ট, আইনি নোটিশ গেল নোবেলের কাছে

শরীফুল রাজকে নিয়ে এত গর্বিত কেন শবনম ফারিয়া?

যে কারণে পেছাল ‘আশীর্বাদ’-এর মুক্তি

চেতনায়, বিপ্লবে, অনুপ্রেরণায় আপনি অমলিন বঙ্গবন্ধু: জয়া

শোক দিবসে শেখ রাসেলকে নিয়ে কাহিনিচিত্র

হৃত্বিক রোশনকে বয়কটের ডাক, জানুন কারণ

নতুন পরিচয়ে আসছেন অঙ্কুশ হাজরা

একাধিক প্রেমের গুঞ্জন নিয়ে বিস্ফোরক নাজিফা তুষি

শত্রুতা থাকলেও যেখানে একাট্টা জাভেদ-কঙ্গনা
