কক্সবাজারে সড়কে পশুর হাট, যানজট আর ভোগান্তি

ছৈয়দ আলম, কক্সবাজার
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২২, ২২:২৩
অ- অ+

নিষিদ্ধ সত্ত্বেও কক্সবাজারের খরুলিয়ায় এবারও মহাসড়কের উপরেই বসেছে কোরবানির পশুর হাট। আবার কোনো কোনো এলাকায় মহাসড়কের পাশে বসা পশুর হাট দখল করে নিয়েছে মহাসড়ক। এতে করে চলার পথে বাধাপ্রাপ্ত হয়ে আটকে যাচ্ছে যানবাহন। সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজটের।

কর্তব্যরত পুলিশের তথ্যমতে, ঢাকা-চট্টগাম, ঢাকা-কক্সবাজার মহাসড়কের আশেপাশে বসানো হাটের কারণে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হচ্ছে।

৬ জুলাই বুধবার বিকালে দেখা গেছে এসব ভয়াবহ চিত্র। দীর্ঘ ৪ কিলোমিটার ধরে যানজটে আটকে ছিল সব যানবাহন।

খরুলিয়া বড় বাজারটি বলাচলে দক্ষিণ চট্রগ্রামের অন্যতম হাট। মহাসড়কের লিংকরোড থেকে বাংলাবাজার হয়ে এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ খরুলিয়ায় গিয়ে মিলেছে এই হাট। মহাসড়কের দুইপাশের দুই লেন দখল করে নিয়েছে কোরবানির পশুর হাট। হাটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বেশিরভাগ বিক্রেতা মাস্ক পরেন না। আবার ক্রেতাদের মধ্যেও দেখা গেছে মাস্ক পরায় অনীহা।

ভুক্তভোগীরা জানান, প্রতি বছরই কোরবানির হাট এলে সরকারের পক্ষ থেকে বলা হয়, মহাসড়কের উপর কোনো হাট বসবে না। কিন্তু হাট এলে সে কথা আর কেউ মনে রাখে না।

এ ব্যাপারে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তার প্রধান সহকারী উত্তম কুমার দাশ বলেন, গত ২ মাসে খরুলিয়া বাজার থেকে খাস কালেকশানের ১১ লাখ টাকা জমা হয়েছে। তিনি ইজারা হলে কোটি টাকার বেশি ইজারার টাকা সরকারি কোষাগারে জমা হতো বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/০৬জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা