এই মুহূর্তে ট্রেনের ভাড়া বাড়ানোর কথা ভাবছি না: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ আগস্ট ২০২২, ১৮:১৫

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাস-লঞ্চের ভাড়া বাড়লেও এই মুহূর্তে ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে কোনো প্রস্তাব পাঠানো হয়নি বলেও জানান তিনি।

শনিবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেললাইন বসানোর কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ের এখনই ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। এই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আমরা কোনো প্রস্তাবও পাঠাইনি।

কাজের অগ্রগতির কথা জানিয়ে মন্ত্রী বলেন, পদ্মা সেতুর রেল সংযোগ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজের অগ্রগতি ৬৬ শতাংশ এবং মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত কাজের অগ্রগতি প্রায় ৮৫ শতাংশ, ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজের অগ্রগতি ৫২ শতাংশ। এছাড়া কাজের ফাইন্যান্সিয়াল অগ্রগতি ৬৮ শতাংশ এবং ফিজিক্যাল অগ্রগতি ৭০ শতাংশ।

তিনি আরও বলেন, এই মূল্যায়ন কনসালটেন্ট গ্রুপের তবে চায়না কনস্ট্রাকশন গ্রুপের মূল্যায়ন কাজের অগ্রগতি আরও অনেক বেশি।

(ঢাকাটাইমস/২০আগস্ট/কেআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :