সাংবাদিককে লাঞ্ছিত, হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:১২

দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার এ এইচ এম ফারুককে লাঞ্ছিত করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মুগদার স্থানীয় যুবলীগ নেতা পরিচয় দেওয়া ইন্টারনেট ব্যবসায়ী শরিফ উদ্দিনের বিরুদ্ধে এ হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার এ এইচ এম ফারুক আইনি নিরাপত্তা চেয়ে ডিএমপির মুগদা থানায় সাধারণ ডাইরি (জিডি) করেন।

জিডি সূত্রে জানা যায়, এইচ এম, ফারুক হুমকিদাতা শরীফ উদ্দিনের ‘সিটি কম’ নামক ইন্টারনেট সার্ভিসের গ্রাহক ছিলেন। সার্ভিসে সমস্যা দেখা যাওয়ায় তিনি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন্ করে দেন।

সংযোগ বিচ্ছিন্ন্ করে দেয়ার কারনে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শরীফ উদ্দিন তার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন। এসময় শরীফ উদ্দিন নিজেকে স্থানীয় মুগদা ওয়ার্ড যুবলীগ নেতা উল্লেখ করে এইচ এম ফারুককে তেড়ে মারতে আসেন।

বিষয়টি শরীফ উদ্দিনের ভাই বাড়িওয়ালা নিয়াজ উদ্দিনকে জানালে তিনি বিষয়টি সমাধান করার আশ্বাস দেন।

কিন্তু শুক্রবার (১৬ সেপ্টেম্বর) শরীফ উদ্দিনের আরেক ভাই রফিক উদ্দিন সাংবাদিক এইচ এম ফারুককে তার নিজ বাসায় ডেকে নিয়ে যান।

সেখানে উপস্থিত থাকা শরীফ উদ্দিন আবারো ফারুককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং গুন্ডা বাহিনী দিয়ে হাত পা ভেঙে ঢাকা থেকে বের করে দেয়ার হুমকি দেন।

এমন অবস্থায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন এইচ এম ফারুক।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/ওএফ)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :