ঋতুপর্ণাকে ‘বিয়ে’ করতে চলেছেন প্রসেনজিৎ!

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৪
অ- অ+

ঘর বন্ধ, সেখানে হঠাৎই ‘ঋতু ঋতু’ করে চিৎকার জুড়ে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অগত্যা ডাকাডাকি শুনে হাজির ঋতুপর্ণা। বললেন, ‘আরে কী হলো, এত চেঁচামিচি করছো কেন?’ আওয়াজ নামিয়ে প্রসেনজিৎ তখন বলেন, ‘এবার বিয়ের ডেটটা কি ঠিক করা উচিত নয়?’ লজ্জা পেয়ে তখন ঋতুপর্ণার মন্তব্য, ‘কী আজেবাজে বকছো! বিয়ের ডেট! আমাদের ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে। আমাদের বিয়ের ডেট!’

তখন প্রসেনজিৎ বলেন, ‘আরে আমাদের বিয়ের ডেটের কথা থোড়ি বলছি! আরে ভেতরে।’ ব্যস এরপর আর শোনা যায়নি। প্রসেনজিৎ তখন ঘর ছেড়ে বেরিয়ে যান। লজ্জা পেয়ে ঘর ছাড়েন ঋতুপর্ণাও। ভাবছেন তো এসব হচ্ছেটা কী?

হ্যাঁ, যারা ভিডিওটি দেখেছেন, সেই সমস্ত নেট নাগরিকরাই ভিডিও দেখার পর গালে হাত দিয়ে ভাবতে বসেছেন। শুক্রবার সকালে সবাইকে চমকে দিয়ে এমনই ভিডিও পোস্ট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভিডিওর শেষে লেখা ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’, বিয়ের ডেট খুব শিগগিরই ঘোষণা হবে। ক্যাপশনে লেখেন, ‘বিয়ের তারিখটা তো ঠিক করতে হবে নাকি? কি আপনারাও জানতে চান তো।’

তাহলে খোলসা করেই বলা যাক। বোন পল্লবী চট্টোপাধ্যায়ের ঘটকালিতেই অবশেষে ঋতুপর্ণাকে বিয়ে করছেন প্রসেনজিৎ। বিয়ের তত্ত্বাবধানে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর ম্যানেজার মোহর ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। কিছুদিন আগেই তাদের বিয়ের নিমন্ত্রণপত্রও সামনে আসে। যেখানে চিঠির বয়ানে লেখা, ‘সবিনয় নিবেদন, মহাশয় /মহাশয়া।’

বিগত তিন দশকেরও বেশি সময় একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে- প্রসেনজিৎ weds ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ ও সকলের ভালোবাসা নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। বিয়ের তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়।’

সকলেই এই নিমন্ত্রণপত্র দেখে ভাবতে শুরু করে দেন, প্রসেনজিৎ তাহলে এবার চার নম্বর বিয়েটা সেরেই ফেলছেন! কিন্তু নাহ, খুব শিগগিরই আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার নতুন ছবি। এটা তাদের আগামী ছবিরই প্রচারের জন্য তৈরি একটি ভিডিও। অসংখ্য ছবিতে নায়ক নায়িকার চরিত্রে জুটি বেঁধেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা।

কলকাতায় উত্তম-সুচিত্রার পরে এই জুটিকেই সবচেয়ে জনপ্রিয় বলে মনে করে সিনেপ্রেমীরা। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তারা। তবে এই প্রথম অফস্ক্রিন জুটি বাঁধছেন এই দুই সুপারস্টার। সম্রাট শর্মার আগামী ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’।

আদ্যপান্ত মজার এই ছবি নিবেদন করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দুই নতুন অভিনেতাকে। তবে শুধুই কি পর্দার বাইরে নাকি এই ছবিতে একসঙ্গে অভিনয়ও করবেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা। শিগগিরই শুরু হবে ছবিটির শুটিং।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা