ঝিনাইদহে ৪০ স্বর্ণের বারসহ একজন আটক

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৬
অ- অ+

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪.৬৫ কেজি ওজনের ৪০টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ চোরাকারবারী আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শওকত আলী (৫৫) মহেশপুরে মাটিলা গ্রামের মুনছুর আলী মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবির অধিনায়ক পরিচালক শাহীন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন মাটিলা গ্রামের আতিকুর রহমান তরফদারের বাড়ির পাশ দিয়ে স্বর্ণ পাচারের জন্য সীমান্তের দিকে যাচ্ছে। ঘটনাস্থলে টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে বিজিবি টহল দল ধাওয়া করে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে এ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি।

অধিকতর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন তার কাছে শুল্ক ফাঁকি দেওয়া আমদানীকৃত স্বর্ণের বার রয়েছে। অতঃপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামির কোমরে কাপড় দ্বারা পেঁচানো অবস্থায় অভিনব কায়দায় টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪০টি স্বর্ণের বার দেখতে পাই। যার পরিমাণ ৪.৬৫ কেজি। মহেশপুর থানা শাখার জুয়েলারী সমিতি কর্তৃক সঠিক মান এবং পরিমাপ নির্ধারণ করা হয়। যার বাজার মূল্য তিন কোটি ৩১ লাখ ৯২ হাজার ২১৮টাকা বলে ধরা হয়।

জব্দকৃত স্বর্ণ মহেশপুর থানায় তদন্ত কর্মকর্তার সমন্বয়ে ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না
গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা, দায় স্বীকার আল-কাসাম ব্রিগেডের
ভেষজ করমচা ডায়াবেটিস ও কিডনি রোগ নিরাময় করে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা