ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২২, ১৭:৩৩

ফরিদপুরে চিনি ও তেলের বাজার দর তদারকিতে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তারা ভোক্তার কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া, পণ্যের সঠিক দর প্রদর্শন না করাসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি দোকানকে জরিমানা করেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় ফরিদপুর শহরের তিতুমির ও চকবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, অভিযানে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা ও সেবার মূল্য বেশি নেয়ার সত্যতা মেলেছে। এ জন্য একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, আমরা বাজারের ব্যবসায়ীদের সর্তক করেছি সরকারের নির্ধারত পণ্যের দর বেশি না নিতে।

তিনি জানান, ভোক্তাদের সুবিধাতে আমরা এ অভিযান নিয়মিত পরিচালনা করবো।

এই অভিযানের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান ও জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :