এবার নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারালেন রোহিঙ্গা নাগরিক

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২২, ০০:০৩

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম তুমব্রু পয়েন্টের পর এবার নাইক্ষ্যংছড়ি সদরের চাকঢালা সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার বিকালে সীমান্ত পিলার ৪৪-৪৫ এর মধ্যবর্তী চাকঢালা বড়ছনখোলার ওপারে মিয়ানমার অভ্যন্তরের পুরানমাইজ্যা এলাকায় এই ঘটনা ঘটে। পরে নো ম্যান্সল্যান্ড এলাকায় আহতের চিৎকার শুনে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থল পুরাইমাইজ্যা থেকে কিছু দূরে মিয়ানমারের একটি বিজিপি চৌকি রয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান জানান, মাইন বিস্ফোরণে আহতের নাম আবদুল কাদের (৪৫)। তার পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। রাতে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, মঙ্গলবার বিকালে সীমান্তে মাইন বিস্ফোরণের খবর শুনেছি। তবে সেটি মিয়ানমারের ওপারে।

প্রসঙ্গত, মিয়ানমারে চলমান উত্তেজনার সময়ে ঘুমধুম থেকে শুরু করে চাকঢালা, আশারতলী সীমান্তের ওপারে তাদের অভ্যন্তরে মাইন পুতে রেখেছে। গত এক মাসে এই পয়েন্টে মাইন বিস্ফোরণে একজন নিহত ও দুজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :