গোপালগঞ্জে বন্ধুকে হত্যার দায়ে বন্ধুর মৃত্যুদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২২, ১৫:১৮| আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৫:৫৩
অ- অ+

গোপালগঞ্জের মুকসুদপুরে ১০ হাজার টাকার জন্য বিবেক শাখারী নামে একজনকে হত্যার দায়ে তার বন্ধু মহানন্দ তালুকদারকে (৩৫) মৃত্যুদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এ মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়। তবে মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মহানন্দ তালুকদার পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত মহানন্দ তালুকদার মুকসুদপুর উপজেলার দেলবাজারকান্দি এলাকার পঞ্চানন তালুকদারের ছেলে।

খালাস পেয়েছেন একই এলাকার আনন্দ তালুকদার, মহানন্দ তালুকদারের স্ত্রী মেনুকা রানী তালুকদার ও জগদীশ মৃধার ছেলে স্বপন মৃধা।

মামলা সূত্রে জানা যায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিড়পার এলাকায় বিবেক শাখারী ও মহানন্দ তালুকদারের সঙ্গে বন্ধুত্ব ছিলো। প্রায় তারা একসঙ্গে জুয়া খেলতো। বিবেক শাখারীর স্ত্রী শিবানী রানী এনজিও থেকে ১০ হাজার টাকা ঋণ আনে তার স্বামীর কাছে রাখে। জুয়া খেলার জন্যে ওই ১০ হাজার টাকা আনতে বলেন। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জের ধরে কৌশলে ২০০৮ সালের ২৯ মে সন্ধ্যায় বিবেক শাখারীকে জুয়া খেলার কথা বলে ডেকে নিয়ে যান আসামী।

পরে বাড়ির পাশে পাট ক্ষেতের মধ্যে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ফেলে যায়। পরের দিন সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত বিবেক শাখারীর বড় ভাই বিনয় শাখারী বাদী হয়ে মুকসুদপুর থানায় মহানন্দ তালুকদার, আনন্দ তালুকদার, মেনুকা রানী তালুকদার ও স্বপন মৃধাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানির শেষে মহানন্দ তালুকদারকে মৃত্যুদণ্ড রায় ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। এছাড়া মামলার অপর তিন আসামিকে খালাস দেয় হয়। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা