ব্যাকফুটে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামল তিউনিসিয়া

কাতার বিশ্বকাপের ৭ম দিনের প্রথম ম্যাচে ব্যাকফুটে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে তিউনিসিয়া। ডি গ্রুপে এটি দুদলের দ্বিতীয় ম্যাচ।
শনিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় আল জানুব স্টেডিয়ামে মাঠে নামে তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া।
ম্যাচের শুরুতে দুদলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায়। ম্যাচের প্রথম ১০ মিনিট অস্ট্রেলিয়া ও তিউনিসিয়া সমানে সমান মাঠে আধিপত্য বিস্তার করে। এর মধ্যেই অস্ট্রেলিয়া একটি শট নেয়। তবে এটি অনটার্গেট ছিল না।
ম্যাচের ১৮ মিনিটে সুযোগ এসিছিল তিউনিসিয়া সামনে। ডিফেন্ডার আবদি মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে গেলেও অস্ট্রেলিয়া জালে জড়াতে পারেননি। উল্টো ম্যাচের ২২ মিনিটের মাথায় গোল করে বসে অস্ট্রেলিয়া। ডি বক্সের মধ্যে হেডে গোল করেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার ডিউক।
এরপর ম্যাচে ব্যাকফুটে চলে যায় তিউনিসিয়া। ২৬ মিনিটে ফাউল করে হলুদ কার্ড পান তিউনিস ডিফেন্ডার লাইদুনি। অপরদিকে প্রতিপক্ষের শিবিরে আবারো আক্রমণ করে অস্ট্রেলিয়ান স্ট্রাইকাররা। ৩৪ মিনিটের মাথায় দুর্দান্ত একটি সুযোগ মিস হয়। ডি বক্সের মাঝ বরাবর মিডফিল্ডার আরভিনের ডান পায়ের শটটি গোল বার ছুতে পাড়েনি।
এদিকে ফ্রান্সের বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শুরু করা অস্ট্রেলিয়ার সামনে আজকে বাঁচা-মরার লড়াই। অপরদিকে আগের ম্যাচে ডেনমার্কের সঙ্গে ড্র করা জালেল কাদরির শিষ্যরা অস্ট্রেলিয়া থেকে শক্তি ও র্যাঙ্কিংয়েও এগিয়ে রয়েছে।
আজকের ম্যাচে আফিকার শক্তিধর দল তিউনিসিয়ার জয়ের ওয়াহবি খাজরি আক্রমণে থাকবেন। এছাড়া রক্ষণের দায়িত্বে থাকবে মানতাসার তালবি।
অস্ট্রেলিয়ার ক্রেইগ গুডউইন ফ্রান্সের বিপক্ষে গোল পেয়েছেন। আজকের ম্যাচেও তার দিকে চেয়ে থাকবে দল।
দুদল যে একাদশ ও ফর্মেশন নিয়ে মাঠে নেমেছে:
তিউনিসিয়া (৩-৪-৩): দাহমেন (গোলরক্ষক), মেরিয়া, তালবি, ব্রন, লাইদুনি, খিরি, আবদি, ড্র্যাগার, জেবালি, মাসাকনি, নাঈম স্লিটি।
অস্ট্রেলিয়া (৪-৩-৩): রায়ান (গোলরক্ষক), রোলস, সাউটার, বেহিস, ফ্রান কারাসিক, মুয়, আরভিন, ম্যাকগ্রি, ডিউক, গুডউইন, লেকি।
(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এসএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

শামসুন্নাহারের হ্যাটট্রিক, ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

প্রথমার্ধেই ভুটানের জালে বাংলাদেশের মেয়েদের দুই গোল

ফের সাম্বা ডি’অর জিতলেন নেইমার

ভারতকে হারিয়ে সাফের ফাইনালে নেপালের মেয়েরা

লো-স্কোরিং ম্যাচে চট্টগ্রামের জয়, হারে মিশন শেষ ঢাকার

বাংলাদেশকে ক্রিশ্চিয়ানো রোনালদোর সালাম

যে কারণে ঢাকার শেষ ম্যাচের একাদশে নেই তাসকিন

জয়ে শেষ করতে ঢাকার দরকার মাত্র ১১৯ রান

পাকিস্তানের কাছে ৬ উইকেটে হার জ্যোতিদের
