সোলাইমানি ও আবু মাহদি হত্যা

ট্রাম্পকে গ্রেপ্তারে ইরাকের বিচারবিভাগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৩, ০৯:১৭| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১১:৫৫
অ- অ+

ইরানি জেনারেল কাসেম সোলাইমানি ও আবু মাহদি মুহান্দিস হত্যায় জড়িত থাকার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে ইরাকের বিচারবিভাগ। দেশটির বিচারবিভাগীয় সর্বোচ্চ পরিষদের প্রধান ফায়িক্ব জাইদান এ তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ইরানি গণমাধ্যম।

কাসেম সোলাইমানি ও আবু মাহদি মুহান্দিস ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন হামলায় শাহাদতবরণ করেন। জেনারেল সোলাইমানি সে সময় রাষ্ট্রীয় মেহমান হিসেবে ইরাক সফরে এসেছিলেন।

অবশেষে ওই হত্যাযজ্ঞের তিন বছর পর ইরাকের বিচার বিভাগ ট্রাম্পকে গ্রেপ্তারের নির্দেশ দিল।

অবশ্য ইরাকের বিচারের নির্দেশ বাস্তবায়ন কতটা সম্ভব বা মার্কিন সরকার এ নির্দেশ বাস্তবায়নে সহায়তা দিবে কি না সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে। তারপরও এমন নির্দেশকে নানা কারণে বেশ তাৎপর্যপূর্ণ ভাবা হচ্ছে।

এ নির্দেশের ফলে ডোনাল্ড ট্রাম্প যে অপরাধী তা স্পষ্ট করলো ইরাক। দেশটির বিচারবিভাগের সর্বোচ্চ ব্যক্তি ফায়িক্ব জাইদান বলেছেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধ জয়ের খ্যাতিমান কমান্ডারদের শহীদ করে দেয়া ছিল এমন কাপুরুষোচিত অপরাধ যার কোনো আইনি ভিত্তি নেই।

এছাড়াও ট্রাম্পকে গ্রেপ্তারের পরোয়ানা জারির ইরাকি নির্দেশ ইরানি বিচার বিভাগের সঙ্গে সমন্বয়ের ফল। কারণ দেশটি এ নিয়ে জোর তৎপরতা চালাচ্ছে।

ইরানের মানবাধিকার সংস্থা ও বিচার বিভাগ সোলাইমানি হত্যার ঘটনায় ৯৪ জন মার্কিন কর্মকর্তা জড়িত বলে উল্লেখ করেছে। দেশটির বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয় শাখার উপপ্রধান কাযেম গারিবাবাদি জেনারেল সোলাইমানি ও তার সহযোগীদের হত্যার ঘটনা তদন্তে ইরাক ও ইরানের সহযোগিতার কথা তুলে ধরে বলেছেন দু' দেশের এ সংক্রান্ত যৌথ কমিটি এ বিষয়ে তথ্য ও দলিল-প্রমাণ বিনিময় করে আসছে, ফলে এ সংক্রান্ত তদন্ত আগের চেয়েও বেশি পরিপূর্ণ হচ্ছে।

ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের বিপক্ষে ড্র মানতেই পারছে না ভারত
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
ঈদে ৯ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর
ধানমন্ডিতে র‌্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি: ব্যবহৃত সরঞ্জামসহ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা