গোয়েন্দা পরিচয় দিয়ে প্রতারণা, লাখ লাখ টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১০:৫৪ | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ২৩:১৫

বিভিন্ন গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ সদস্যদের নাম-পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতাকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. নীরব হোসেন রুবেলের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন এবং আটটি সিমকার্ড জব্দ করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) বীণা রানী দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৩ জানায়, তাদের একটি দল সম্প্রতি মালিবাগ এলাকা থেকে নীরব হোসেন রুবেলকে গ্রেপ্তার করে।

র‌্যাবের ভাষ্যমতে, রুবেল দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি ২০১৮, ২০১৯ ও ২০২১ সালে আলাদা তিনটি মাদক মামলায় আটক হন। এসব মামলায় তিনি ১৫ মাস হাজতবাস করেন। বর্তমানে তিনি তিনটি মামলাতেই জামিনে রয়েছেন। জামিনে থাকা অবস্থায় তিনি টেকনাফ থেকে মাদক কিনে রাজধানীর বিভিন্ন জায়গায় অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। তার কাছ থেকে উদ্ধারকৃত মোবাইল ব্যাংকিং একাউন্টগুলোর মাধ্যমে তিনি মাদক ব্যবসার টাকা লেনদেন করতেন। রুবেল র‌্যাবকে জানায়, মাদক ব্যবসা ঝুঁকিপূর্ণ হওয়ায় তিনি প্রতিনিয়ত মোবাইল ফোন ও সিমকার্ড পরিবর্তন করতেন। আর সাথে সাথে বিভিন্ন এলাকা পরিবর্তন করে নিজেকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ আছে বলে আসন্ন নির্বাচনের আগে তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গের সাথে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে প্রতারণামূলক কথা বলে টাকা আদায়ের চেষ্টা করছিলেন। এছাড়াও আগামী নির্বাচনের প্রোফাইল তৈরি করে দেওয়া, নমিনেশন পাইয়ে দেওয়া এবং নির্বাচনে জয়ী হওয়ার সকল ব্যবস্থা করে দেওয়ার কথা বলে প্রভাবশালী ব্যক্তিবর্গের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত মো. নীরব হোসেন রুবেল অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তিনি ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত একটি গাড়ির শো-রুমে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ২০১০ সালের পর থেকে তিনি অধিক লাভের আশায় মাদক ব্যবসা শুরু করেন। পরবর্তীতে মাদক ব্যবসায় একাধিক মামলা হওয়ার কারণে এই প্রতারণাকে পেশা হিসেবে বেছে নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম ভাঙ্গিয়ে সাধারণ জনগণের সাথে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছেন।

গ্রেপ্তারকৃত মো. নীরব হোসেন রুবেল কুমিল্লা জেলার মুরাদনগর থানার ধনিরামপুর গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :