গণঅবস্থানের জন্য নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১১:১১ | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৩, ১০:৩৮

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচিতে যুগপৎ আন্দোলনে মাঠে নামছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। গণঅবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সকাল সাড়ে ৯টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।

সরকারের পতন দাবিতে বিএনপির নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলছেন নয়াপল্টন এলাকা। বুধবার বেলা ১১টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এ গণঅবস্থান কর্মসূচি চলবে। এখান থেকে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের একপাশের সড়কে চার ঘণ্টার অবস্থান কর্মসূচি করবে বিএনপি। মঙ্গলবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন পুলিশের অনুমতি পাওয়ার কথা জানান।

আন্দোলনের মূল দল বিএনপি নতুন কর্মসূচি ঠিক করতে সমমনা দল ও জোটের সঙ্গে বৈঠক শেষ করেছে। মঙ্গলবার রাতে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/জেবি/এজে)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :