দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
| আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৩:৫০ | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৩, ১২:৩৪

ঘন কুয়াশার কারণে দিনাজপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর ৫টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চিরিরবন্দর উপজেলার উচিতপুর মোড়ে এ ঘটনাটি ঘটেছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন, 'সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ধান বোঝাই ট্রাকের হেলপার মো. রাসেল নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত রাসেল নওগাঁ জেলার মহাদেবপুর থানার মহাদেবপুর গ্রামের মৃত কামরুল হাসানের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কামরুল হাসান রুবেল জানান, 'ঘন কুয়াশার কারণে রাস্তা ঠিকমত দেখতে না পাওয়ায় ও চালকের ঘুম ঘুম ভাব থাকায় এ ঘটনা ঘটেছে। দিনাজপুর ছেড়ে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে ফুলবাড়ী থেকে আসা অপর একটি কয়লা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ধান বোঝাই ট্রাকের হেলপার রাসেল মারা যায়। এ সময় দুই ট্রাকের চালক ও একজন হেলপারকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।'

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :