নোয়াখালীতে বন্যার্তদের পাশে ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল ও চুড়াইন ইউনিয়ন

নোয়াখালীর একলাশপুরের বন্যার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকার ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল কর্তৃপক্ষ ও নবাবগঞ্জ চুড়াইন ইউনিয়নবাসী। তারা প্রায় ৫০০ পরিবারকে দিয়েছে খাদ্য ও আর্থিক সহায়তা।
শুক্রবার (৩০ই আগস্ট) ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল ও নবাবগঞ্জ চুড়াইন ইউনিয়নের পক্ষে একলাশপুর ইউনিয়নের যুবক তারেক মাহমুদের মাধ্যমে ১৮-২০ জনের একটি দল এ সহায়তা বিতরণ করেন। তাদের মধ্যে নোবিপ্রবি শিক্ষার্থীও ছিলেন।
জানা যায়, একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বন্যাকবলিত ৫০০ পরিবারকে এক সপ্তাহের খাদ্য সহায়তা দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি চাল, বিশুদ্ধ পানি, ডাল, তেল, লবণ, আলু, আটা, গুড়, জরুরি ওষুধসহ সতের আইটেমের ১৪ কেজির সামগ্রী ছিল।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালীসহ বেশ কয়েকটি জেলা। বানভাসিদের সহায়তার জন্য এগিয়ে এসেছেন সরকারি-বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবকরা।
ঢাকা থেকে আগত দলের একজন সদস্য ইমরান হোসেন বলেন, ‘মানবিক জায়গা থেকে এবং নাগরিক হক আদায়ের তাগিদ থেকে আমরা এ উদ্যোগ নিয়েছি। যারা আগে ত্রাণসামগ্রী পায়নি, তাদের সহায়তা করার চেষ্টা করেছি আমরা।’
(ঢাকাটাইমস/৩০আগস্ট/মোআ)

মন্তব্য করুন