‘খুনি দল বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে’

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ২০:৪০ | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৩, ২০:৩৮

‘খুনিদের দল বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামীতে নির্বাচনে আসতে হবে। যদি জনগণ তাদের রায় দেয়, তাহলে আওয়ামী লীগ মেনে নেবে। তবে যতই কথা বলুক, তাদের এ সরকারের অধীনেই নির্বাচনে অংশ নিতে হবে।’

এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। তিনি মঙ্গলবার বিকালে মাদারীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি এ দেশের খুনের রাজনীতি শুরু করেছে। তারা যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয়দাতা। তারা গোলাম আযম, নিজামী, সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে রাজনীতি করে শাসনের নামে দুঃশাসন করেছে। সেই অপশক্তিকে বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। তারা জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামীতে নির্বাচনে আসতে পারে। আর এতে জনগণ যদি তাদের রায় দেয়, তাহলে আওয়ামী লীগ তাদের রায় মেনে নেবে।’

বিএনপির রূপরেখার নিয়ে সমালোচনা করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপির কোনটা রূপরেখা আর কোনটা মেরামত- তা কিছুই বোঝা যায় না। সব কিছুই একাকার হয়ে গেছে। তাদের নেতারা ভিন্ন ভিন্ন কথা বলছেন। তাদের এসবই ভন্ডামি। জনগণ তাদের এসব ভন্ডামি বোঝে। যে কারণে তাদের জনসম্পৃক্ততা নেই। তাদের সবকিছুই ফাঁকা বুলি।’

সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী বাজার এলাকায় জেলা আওয়ামী লীগ জনসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা আ.লীগের সহ-সভাপতি আজাদুর রহমান মুন্সি, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূইয়া, জেলা যুবলীগের সভাপতি আতাহার সর্দার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক প্রমুখ।

সভায় জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :