ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়াটিয়ার হাতে প্রাণ গেল বাড়িওয়ালার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৩, ২২:০৪

ব্রাহ্মণবাড়িয়ায় বকেয়া ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে ভাড়াটিয়ার হাতে বাড়ির মালিক খুন হয়েছেন। শনিবার শহরের মধ্য মেড্ডা উচাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ভাড়াটিয়া আমিনের ঘরের খাটের নিচ থেকে হত্যার শিকার শিরিনা বেগমের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

নিহত শিরিনা (৬০) ওই এলাকার সবুজ আলীর স্ত্রী।

অভিযুক্ত আমিন পাশের এলাকা রহমতপাড়ার মৃত হীরা মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, রহমতপাড়ার আমিন (২৫) তার স্ত্রী নিয়ে ৫/৬ মাস আগে মেড্ডা উচাবাড়ি এলাকায় সবুজ আলীর বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সকালে সবুজ আলীর স্ত্রী শিরিনা বেগম ঘরের ভাড়া আনতে আমিনের ঘরে যান। এরপর থেকে শিরিনা বেগমের আর কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে ভাড়াটিয়া ঘর তালাবদ্ধ করে বাইরে ঘুরাফেরা করতে থাকে। বিষয়টি পরিবারের লোকজনের কাছে সন্দেহ হলে সন্ধ্যায় আমিনের ঘরে ঢুকে শিরিনা বেগমের কথা জানতে চাইলে তার মরদেহ খাটের নিচে রয়েছে বলে জানায়। এ সময় পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে এবং আমিনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়াসদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, শিরিনাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ অভিযুক্ত আমিনকে আটক করেছে। বকেয়া ভাড়া নিয়েই এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটির তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :