মাদকসেবন বন্ধ করতে বলায় বাগানটাই শেষ করে দিল দুর্বৃত্তরা

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৩:৩৫ | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৩, ১২:৪৮

আম বাগানে নিয়মিত আসর জমিয়ে মাদক সেবন করতো মাদকাসেবীরা। নিষেধ করায় রাতের অন্ধকারে বাগানের ২৯টি আম গাছ কেটে ধ্বংস করে দেয় তারা। এসময় পাশের জমিতে থাকা ২৩টি শিম গাছও কেটে ফেলে তারা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের খোদ্দ কাচুটিয়া গ্রামে।

বাগানের দায়িত্বরত মালি দুর্লভ হোসেন জানান, আম বাগানসহ আশপাশের বাগানে মাদকসেবীরা এসে নিয়মিত মাদক সেবন করতো। এতে মালিকপক্ষের লোকজন নিষেধ করায় তারা রাতের কোনো এক সময় বাগানের গাছ কেটে ধ্বংস করে দেয়।

স্থানীয় কৃষক আব্দুস ছালাম জানান, জায়গাটি বেশ নিরিবিলি হওয়ায় মাদকসেবীরা বাগানে নিয়মিত আড্ডা জমায়। তাদেরকে এখানে আসতে নিষেধ করায় ক্ষোভে এ কাজ করেছে তারা।

ম্যানেজার শহিদুল ইসলাম শাহীন জানান, একটি মডেল আম বাগান করার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে ১৩ প্রজাতির আমের চারা এনে রোপণ করা হয়েছে। এ বছরই আমের ফলন পেতাম। কিন্তু দুর্বৃত্তরা সব ধ্বংস করে দিল।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :