‘বাংলাদেশ আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক উন্নয়নে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলছে’

বাংলাদেশ সরকার আঞ্চলিক স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং পারস্পরিক উন্নয়নের জন্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে প্রতিমন্ত্রী এ কথা জানান। ‘বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। বৈশ্বিক পরিস্থিতি যে দিকেই যাক না কেন, আমাদের এই অবস্থান অক্ষত থাকবে। তাছাড়া জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রেও বাংলাদেশ কখনো আপস করবে না।’
তিনি বলেন, ‘বাংলাদেশ আদর্শ প্রতিবেশী দেশ হিসেবে পৃথিবীর মধ্যে উদাহরণ। বাংলাদেশ ভালো প্রতিবেশী হিসেবে তার অন্য প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ অব্যাহত রাখবে। আশা করি, আমাদের প্রতিবেশীরা সেটার যথাযথ মূল্যায়ন করতে সক্ষম হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘পানি সংকট সমাধানে ভারত ছাড়াও চীন ও ভুটানের সঙ্গে একযোগে কাজ করতে হবে। প্রতিবেশী দেশের সঙ্গে পানি সঙ্কট সমাধানে দীর্ঘ এক যুগের বেশি সময় পর গত বছর জেআরসির বৈঠক হয়েছে। চলতি বছরে প্রথমার্ধে জেআরসির বৈঠক হবে।’
তিনি বলেন, ‘১৫ বছর আগে ট্রানজিট ইস্যু নিয়ে বাংলাদেশে সস্তা রাজনীতি হয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝুঁকি নিয়ে ট্রানজিট করেছিলেন। এখন সেই সুফল সবাই ভোগ করছে। বাংলাদেশে হাইড্রো রিসোর্স নেই। সে কারণেই প্রতিবেশী দেশের কাছ থেকে এনার্জি সহযোগিতা নিতে চাই। আমরা এনার্জি সহযোগিতা শুধু ভারত থেকে নয়, নেপাল ও ভুটান থেকেও নিয়ে নিচ্ছি।’
রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, ‘পরিবর্তিত বৈশ্বিক ব্যবস্থায় বিশ্বের অনেক দেশ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কঠিন সময় পার করছে। বাংলাদেশ ভারতের প্রকৃত বন্ধু। সেই বন্ধুত্বের মর্যাদা কিন্তু ভারতের দেওয়া উচিত।’
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক রকিবুল হক, অধ্যাপক ড. লাইলাফুর ইয়াসমিন, বিআইআইএসএসের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির ও সিনিয়র রিসার্চ ফেলো এম আশিক রহমান বক্তব্য রাখেন।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এমএইচ/ইএস)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

পররাষ্ট্র সচিব এবং মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

মার্কিন শ্রমনীতি নিয়ে কোনো চাপ অনুভব করছি না: বাণিজ্য সচিব

যাত্রীসেবার মানোন্নয়নে বিআরটিসি নিয়ে একগুচ্ছ পরামর্শ

এই নির্বাচনের ওপর জনগণের আস্থা নিশ্চিত করা অসম্ভব: টিআইবি

উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক চলছে

৭ জানুয়ারির নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি আজ

বিশ্বের দূষিত বায়ুর শহর: অষ্টম স্থানে ঢাকা
