অবশেষে গোলের দেখা পেলেন রোনালদো

অবশেষে সৌদি প্রো লিগে আল নাসেরের জার্সিগায়ে গোলের দেখা পেলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু এদিন রাতে জিততে পারেনি তার দল। আল ফাতেহের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোল ব্যবধানে শেষ হয়েছে। রোনালদোর পাশাপাশি দলের হয়ে গোল করেন তালিসকা। আল ফাতেহের হয়ে গোণল করেন তালে ও বেনদেবকা।
রবিবার ৩৮ বছর পা রাখতে যাওয়া পর্তুগীজ এই সুপারস্টার ৯৩ মিনিটে স্পট কিক থেকে আল নাসরের হয়ে সমতা ফেরান। এই ড্রয়ে রিয়াদের ক্লাবটি সৌদি প্রো লিগে আল শাবাবের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে। যদিও রোনালদোর দলের হাতে এক ম্যাচ বাকি রয়েছে।
সৌদি আরবে আসার পর তৃতীয় ম্যাচে এসে রোনালদো গোলের দেখা পেলেন। এর আগে লিগে ইত্তিফাক ও গত সপ্তাহে সুপার কাপে আল ইত্তিহাদের বিপক্ষে গোল করতে পারেননি সিআর সেভেন। আল নাসরের হয়ে অভিষেক হবার একদিন আগে পিএসজির বিরুদ্ধে সৌদিও সমন্বিত একটি দলের হয়ে প্রীতি ম্যাচে খেলতে নেমে দুই গোল করেছিলেন রোনালদো। ম্যাচটিতে লিওনেল মেসির পিএসজির কাছে ৫-৪ গোলে হেরে যায় রোনালদোদের দলটি।
(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

শাইন পুকুরকে হারিয়ে টানা চতুর্থ জয় মাশরাফির রূপগঞ্জের

তামিমের সেঞ্চুরিতে মোহামেডানকে হারাল প্রাইম ব্যাংক

ম্যাধভেরের হ্যাটট্রিক, ১ রানের রোমাঞ্চকর জয় জিম্বাবুয়ের

৬২ বছর পর ইংল্যান্ডের ইতালি জয়

রোনালদোর বিশ্বরেকর্ড

মেসির ৮০০তম গোলের দিনে আর্জেন্টিনার জয়

ম্যাচসেরা হাসান, সিরিজসেরা মুশফিক

প্রথমবার ১০ উইকেটে জয়, সিরিজ টাইগারদের

হাসানের পাঁচ উইকেট, ১০১ রানেই অলআউট আইরিশরা
