ঘরপোড়ার সঙ্গে পুড়েছে ছেলের কিডনি চিকিৎসার টাকাও, কাঁদছেন মা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৩
অ- অ+

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিনের ৮নং ওয়ার্ডের আজিম নগর এলাকায় ৩টি বসতঘর আগুন লেগে পুড়ে গেছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত জরিনা বেগম জানান, ‘আমার ছেলের চিকিৎসা টাকা পুড়ে ছাই হয়ে গেছে! এখন কে দেবে আমার কিডনি নষ্ট ছেলের চিকিৎসার টাকা? চারদিকে ছাই আর ছাই। এসব বলে ঢুকরে কেঁদে উঠছেন মা জরিনা বেগম।

সরেজমিনে গিয়ে দেখা যায়,পুড়ে যাওয়া ঘরের শেষ অংশে কনকনে শীতে ভেজা কাপড় নিয়ে বসে এভাবে দুই চোখ ভিজিয়ে আকাশের দিকে তাকিয়ে কান্না করছেন পুড়ে যাওয়া মাটির ঘরের মালিক ৫৫ বছর বয়সের জরিনা বেগম। বাতাসে পোড়া গন্ধ। ছাই ওল্টাতেই উড়ছিল ধোঁয়া। তাতে আরও হাহাকার বাড়ছিল পুড়ে যাওয়া ঘরের মালিকদের।

কিভাবে আগুনে লাগছে জানতে চাইলে জরিনা বেগম জানান, ঘড়ির কাঁটা তখন সন্ধ্যা ৭টার কাছাকাছি, হঠাৎ ঘরের পিছনে আগুন দেখতে পাই। চিৎকার করতেই স্থানীয়রা ছুটে আসে কোনোরকম আমার অসুস্থ কিডনি নষ্ট ছেলেকে বের করেছে! আমি কোনো কিছুই বের করতে পারিনি। আমার ছেলের চিকিৎসার জন্য অনেক কষ্ট করে টাকাগুলো জোগাড় করেছি। এখন আমাকে কে দিবে এতগুলো টাকা আমার।

অন্য দিকে আগুনে পুড়েছে আরো দুই ব্যক্তির ঘর। ঘরগুলোর মাঝে দূরত্ব না থাকায় খুব দ্রুত আগুন ছড়িয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ৩ ব্যক্তির মধ্যে দুই ব্যক্তি হলেন মো. আজম আলী, মো. সালাউদ্দীন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিনের ৮নং ওয়ার্ডের আজিম নগর এলাকায় ৩টি বসতঘরে আগুন লাগে। এ ঘটনায় ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস নিশ্চিত করে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন জানান, আগুন লাগার স্থানটি কাপ্তাই সড়কের পাশে হওয়ায় আমাদের টিম খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা
শরীয়তপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা